।। প্রথম কলকাতা ।।
পাকিস্তানে হবে জি২০ সম্মেলন। নওয়াজ শরিফ চাঞ্চল্যকর দাবি করলেন। কেন পাকিস্তান হতে পারেনি জি২০ সদস্য? কারণটা জানা আছে আপনার সৌদিকেও আটকাতে পারল না ইসলামাবাদ। কথায় আছে না পেলে আঙুর ফল টক৷ পাকিস্তানের একেবারে যেন হচ্ছে কিন্তু পাকিস্তানের বর্তমান যা অর্থনৈতিক দশা সেটা তো আগে এতটাও ছিল না তাহলে জি২০জোটের সদস্য কেন হতে পারেনি পাকিস্তান? জি২০ সম্মেলনের পর আন্তর্জাতিক স্তরে এখন শুধু মোদী মোদী রব সেটাই সহ্য করতে পারল না পাকিস্তান। পারলেন না পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তাঁর দাবি পাকিস্তানও জি২০ সামিটের প্রতিনিধিত্ব করতে পারত যদি না ২০১৭ সালে তাঁর সরকারকে ক্ষমতা থেকে সরানো হত।
সত্যিই কি তাই? পাকিস্তানের সঙ্গে বিশ্বের তাবড় তাবড় দেশের এতটাই সখ্যতা রয়েচে যে জি২০র মতো এত বড় একটা সম্মেলনৎঅনুষ্ঠিত করার মতো ক্ষমতা রাখত পারে পাকিস্তান। তাছাড়া এর খরচা নিয়ে তো কথা বলাই বৃথা। এই দাবির পরই কার্যত এর বাস্তবতা নিয়ে রীতিমত জল্পনা চলছে সব মহলেই। জি২০ হল আসলে অর্থনৈতিক প্লাটফর্ম। ১৯৯৯ সালেও পাকিস্তানের যা অর্থনৈতিক অবস্থা ছিল বা পাকিস্তানের যা রাজনৈতিক ইতিহাস তাতে এটা মনে করা হয়নি যে জি২০তে পাকিস্তানকে রাখা উচিত হবে। শুধু তাই নয় পাকিস্তান প্রথম থেকেই সাইলেন্ট অবজারভার হয়ে রয়েছে জি২০র। একইসঙ্গে কী গ্যারান্টি ছিল পাকিস্তানে আজও নওয়াজ শরিফের সরকার থাকলে অর্থনীতি সামলে নিত? একটা জি২০ আয়োজন করার মতো ক্ষমতা কি আদৌ ছিল দেশটার? কারণ বিবিসির রিপোর্ট বলছে তখনও রীতিমত অর্থনৈতিক ্চ্যালেঞ্জের মুখে ছিল ইসলামাবাদের অর্থনীতি।
তাই এখন বিদেশে বসে বড়বড় কথা বললেই তো হল না। যে দেশের মানুষ সত্যিই দুবেলা দুমুঠো খাবারের জন্য হাহাকার করছে তাদের নাকি এমন দাবি মানায় না। এদিকে এএনআই সূত্রে খবর আন্তর্জাতিক মিডিয়া মোদীর প্রশংসায় কার্যত পঞ্চমুখ হয়ে রয়েছে ওয়াশিংটন পোস্ট মোদীর কূটনৈতিক জয়ের ভূয়সী প্রশংসা করছে। শুধু তাই নয় দুবাইয়ের মিডিয়া গাল্ফ নিউজ হেডলাইন করেছে ১৮তম জি২০ সামিট বৈচিত্রের মধ্যের ঐক্যের রূপ দিল। অস্ট্রেলিয়ান মিডিয়া এবিসি নিউজও জি২০র সফলতার কথা উল্লেখ করেছে এদিকে অ্যান্থনি অ্যালবানিজ আগেই বলেছিলেন এই সম্মেলন একেবারে সফল। হয়েছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ লিখেছে, নতুন এই বিশ্বে উল্লেখযোগ্য স্থান পাচ্ছে ইন্ডিয়া। কাতারের আল জাজিরা লিখছে, রাশিয়াও এই ভারসাম্যের ঘোষণাকে প্রশংসা করছে। অনেকের মতে, গ্লোবাল লিডার হিসাবে ক্রমেই উঠে আসছেন মোদী এতদিন বিদেশ সফরে যেতেন মোদী এবার বিদেশ থেকে রাষ্ট্রপ্রধানরা এলেন ভারতে। আর পাকিস্তান সেটা দেখেই জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম