।। প্রথম কলকাতা ।।
Phulki: প্রকাশ্যে এল ‘ফুলকি’ সিরিয়ালের নতুন প্রোমো, অবশেষে অনেক টালবাহানার পর প্রকাশ্যে এল আসন্ন ফুলকি সিরিয়ালের দ্বিতীয় ট্রেলার। কয়েক মাস আগেই জানা গিয়েছিল এই সিরিয়াল আসার খবর। এক সময়ের সেরা মেগা মিঠাই এর সেট ভেঙে তৈরি হয়েছে ফুলকির সেট। ধারাবাহিক পরিচালনার দায়িত্ব সামলাবেন রাজেন্দ্র প্রসাদ দাস। যিনি মিঠাই ছেড়েছেন। এছাড়াও ক্যামেরার সামনে ও পিছনে রয়েছেন মিঠাই এর বহু কলাকুশলীরা। একে একে সব কিছু হারিয়ে মিঠাই অনুরাগীদের অনেকেই রীতিমতো ক্ষুব্ধ ফুলকির উপরে। সিরিয়াল শুরু হওয়ার আগেই চালু হয়ে গিয়েছে ট্রোলিং। তবে মিঠাইয়ের অভিনেতা অভিনেত্রীরা বারবার বলছেন সিরিয়াল শুরু হওয়া মানেই শেষ হবে নতুনদের জায়গা দিতে হবে। বেশ কিছুদিন ধরে এই সিরিয়ালটি সম্পর্কে নানা আপডেট পাওয়া যাচ্ছিল। প্রথম ট্রেলারে নায়িকার দেখা মিললেও নায়কের পরিচয় জানানো হয়নি। দ্বিতীয় ট্রেলারে ফাঁস করা হল নায়কের পরিচয়।
অনেক টালবাহানা চলেছে মাসখানেক ধরে। মুখ্য নায়িকার চরিত্রে দিব্যানি মন্ডলের দেখা পাওয়া গিয়েছিল। এবার শোনা যায় ধারাবাহিকের জন্য নাকি ঠিকঠাক নায়ক চরিত্র পাচ্ছেন না নির্মাতারা। মনোহারা ভেঙ্গে সেখানেই ফুল্কির সেট তৈরি করা হয়। ফুলকি সিরিয়ালের দ্বিতীয় যে প্রোমোটি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে এই সিরিয়ালে নায়ক হিসেবে। রয়েছেন নেতাজি, গঙ্গারাম খ্যাত অভিনেতা অভিষেক বসু। এই সিরিয়ালের তার চরিত্রটিকে এক বর্ধিষ্ণু পরিবারের ছেলে হিসেবে দেখানো হয়েছে। যে ছোট থেকেই বক্সার হতে চায়। কিন্তু তার স্বপ্নটা অপূর্ণই রয়ে গিয়েছে। পরিবারের অমতের কারণে নিজের স্বপ্নটা পূরণ করতে না পেরে কার্যত নিজেকেই সকলের থেকে আলাদা করে ফেলেছে সিরিয়ালের নায়ক। রবীন্দ্র জয়ন্তীর দিন বাড়ির অনুষ্ঠানে যোগ না দিতে চাওয়ায় তাকে অপমান করা হয়। এরপর সে রেগেমেগে গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সমুদ্রের ধারে পৌঁছতেই তার আলাপ হয় নায়িকা ফুলকির সঙ্গে। ফুলকি তখন সমুদ্রে ভেসে যাওয়া তার জুতো উদ্ধার করতে যাচ্ছিল। অভিষেক তার হাত ধরে টেনে বকা দিয়ে বলেন, “এখনই তো ভেসে যেতেন আপনি”। ফুলকি তখন জবাব দেয়, ভেসে যাওয়া এত সহজ নয় মশাই। আপনি যদি ভেসে যান দেখবেন কেউ না কেউ আপনার দিকে হাত বাড়িয়ে দিয়েছে। ঠিক এমনি করে।”
যদিও দ্বিতীয় ট্রেলার দেখে কেউ কেউ দাবি করছেন গল্পটা অনেকটা ‘দীপ জ্বেলে যাই’ সিরিয়ালের মত। কেউ কেউ ষ আবার দাবি করছেন নায়কের চরিত্রটা অনেকটা মিঠাই সিরিয়ালের সিদ্ধার্থের মত, যে নিজেও পরিবারের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে থাকত। এতই কি সহজ নাকি মিঠাইকে নকল করা, বোঝাই যাচ্ছে মিঠাই ফ্যানেদের বেজায় আপত্তি নতুন ধারাবাহিক নিয়ে। প্রথম প্রোমোতে দেখানো হয়েছিল নায়িকা বক্সার হতে চায়। সে আবার হাঁপানি রোগী। ফুলকির নতুন প্রোমো দেখে কেউ লিখছেন, “আমি বুঝে গিয়েছি গল্প কী হবে।
২০২৩ সালের প্রথম থেকেই শুরু হয়েছে একাধিক নতুন ধারাবাহিক। পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন টুইস্ট পাল্টাচ্ছে সম্প্রচারের সময়। বলাই বাহুল্য জোরদার টেক্কা চলছে বাংলা টেলিভিশনে। সেই তালিকায় যোগ হচ্ছে ফুলকির নাম।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম