।। প্রথম কলকাতা ।।
Tollywood: সিরিয়াল দিয়ে কেরিয়ার শুরু করলেও রূপে গুণে টেক্কা দিতে পারেন তাবড় নায়িকাদেরও। ছোটপর্দা থেকে বড়পর্দায় গিয়ে রীতিমত ধামাকা করেছেন এই ৬ অভিনেত্রী। কাঁপিয়েছেন গোটা টলিউড। তাদের দাপটে পাত্তা পায়নি খোদ বড়পর্দার নায়িকারাও। জানেন, কার কার নাম রয়েছে সেই তালিকায়? কিভাবে করলেন এই অসাধ্য সাধন? কোন সিরিয়াল দিয়ে পথচলা শুরু করেছিলেন, জানা আছে আপনার? আজ কী করছেন তারা?
আসলে কী বলুন তো, ছোটপর্দা আর বড়পর্দার ধরণ ধারণ সবটাই আলাদা। কাজের প্যাটার্ন থেকে শুরু করে পরিবেশ সবই একটু ভিন্ন। যে কারণে অনেকেই বড়পর্দায় সুযোগ পেলেও টিকতে পারেননা। তবে কিছু অভিনেত্রী এমন আছেন যারা ছোটপর্দা থেকেই গিয়েই বড়পর্দা কাঁপিয়েছেন। বলা ভালো, ইন্ডাস্ট্রির তাবড় তাবড় নায়িকাদের গুনে গুনে গোল দিয়েছেন তারা। কিছু নাম তো আপনিও আন্দাজ করতে পারছেন।
ঋতাভরী চক্রবর্তী
প্রথমেই রয়েছে ঋতাভরী চক্রবর্তীর নাম। এই সুন্দরীকে তো সকলেই চেনেন। বাংলা কেন, গোটা ভারতেই ঋতাভরীর ফ্যান ফলোয়িং বেশ ভালো। অবশ্য ডেবিউ মেগা দিয়েই তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে, তিনি লম্বা রেশের ঘোড়া। প্রথম সিরিয়াল ‘ওগো বধূ সুন্দরী’ দিয়েই বাজিমাত করেছিলেন ঋতাভরী। মানুষের মনে আজও গেঁথে রয়েছে ললিতার স্মৃতি।
মধুমিতা সরকার
দ্বিতীয় নামটা মধুমিতা সরকার ছাড়া আর কার হতে পারে বলুন তো? তবে মধুমিতাকে নিয়ে একটা মজার ব্যাপার হল, অনেকেই মনে করেন তার প্রথম ধারাবাহিক ছিল ‘কেয়ার করি না’। এটা কিন্তু একেবারেই সত্যি নয়। নায়িকার প্রথম ধারাবাহিক ছিল সানন্দা টিভিতে ‘সবিনয়ে নিবেদন’। সিরিয়ালটি খুব একটা পপুলার ছিলনা তাই তখনও তিনি লাইমলাইটে আসেননি। তবে ‘বোঝে না সে বোঝেনা’ হিট হতেই মধুমিতার জীবনের মোড় ঘুরে যায়।
দিতিপ্রিয়া রায়
টলিপাড়ার আরও এক প্রতিভাময়ী অভিনেত্রী হলেন দিতিপ্রিয়া রায়। অল্প বয়সেই দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন এই নায়িকা। অভিনেত্রীর অভিষেক হয়েছিল ২০০৮ সালে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘দূর্গা’ সিরিয়ালের হাত ধরে। এই মেলায় মা দূর্গার বাল্যরূপের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান জী বাংলা চ্যানেলের ‘করুণাময়ী রানী রাসমণি’রং হাত ধরে। আর এখন তো বড়পর্দাতেও কাজ করছেন নায়িকা।
অনন্যা চ্যাটার্জী
ছোটপর্দার এক অন্যতম প্রতিভাময়ী অভিনেত্রী হলেন অনন্যা চ্যাটার্জি। অভিনয়গুণে জিতে নিয়েছেন হাজার হাজার ভক্তের মন। ধারাবাহিকের সাথে সাথে সমান তালে সিনেমা ও টেলি সিনেমা করেছেন। তবে তাকে জনপ্রিয়তা এনে দিয়েছিল জি বাংলার সুবর্ণলতা। আপনি দেখেছেন সেই সিরিয়াল? কেমন লেগেছিল অনন্যার অভিনয়? কমেন্ট বক্সে জানাবেন আমাদের।
মানালি দে
অভিনেত্রী মানালি দে-র কেরিয়ারের গোড়াপত্তন কোন সিরিয়ালের হাত ধরে হয়েছিল জানেন? শুনলে অবাক হবেন যে, ১৯৯৯ সালে ‘কালী আমার মা’ ছিল মানালি দে-র প্রথম সিরিয়াল। এই মেগায় শিশুশিল্পীর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। এখন তো তার সব জায়গাতেই অবাধ বিচরণ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম