।। প্রথম কলকাতা ।।
Republic Day 2023: ২৬ জানুয়ারি দিনটি ভারতবর্ষে পালিত হয়ে আসছে প্রজাতন্ত্র দিবস (Republic Day) হিসেবে। এই দিনটির গুরুত্ব ভারতবাসীর কাছে অপরিসীম। কেন ভারতের ইতিহাসে ২৬ জানুয়ারি এত গুরুত্বপূর্ণ তা অজানা নয় ভারতীয়দের কাছে। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ইংরেজ অধীনতা থেকে দেশ মুক্ত হওয়ার পরেও স্বাধীন ভারত শাসিত হত ১৯৩৫ সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের সংশোধিত সংস্করণ অনুযায়ী। স্বাভাবিকভাবেই ভারত পরবর্তীতে নিজস্ব সংবিধানের প্রয়োজনীয়তা অনুভব করে। আর তাই ঘোষণা করা হয় সংবিধান সভার।
আম্বেদকরের নেতৃত্বে ১৯৪৭ সালের ২৯ অগাস্ট থেকে সংবিধান তৈরি করার উদ্দেশ্যে একটি খসড়া কমিটির কাজ শুরু করে। বহু চিন্তাভাবনা, সরাসরি আলোচনা এবং একাধিক প্রস্তাবের পর অবশেষে ১৯৪৯ সালের ২৬ নভেম্বর বিধানসভায় গৃহীত হয় ভারতীয় সংবিধানের (Constitution Of India) খসড়া। আর তাতে ১৯৫০ সালে ২৪ জানুয়ারি সই করেছিলেন সভার ৩০৮ জন সদস্য। তার ঠিক দুদিন পর ২৬ জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয় এবং ভারত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। এই পর্যন্ত ভারতের সংবিধানের ইতিহাস সম্পর্কে সকলেরই কম বেশি জানা রয়েছে। কিন্তু যেটা জানা নেই তাহলে সংবিধান সম্পর্কে আরও খুঁটিনাটি তথ্য।
চলুন নতুন করে জানা যাক ভারতবর্ষের সংবিধানকে:
ভারতীয় সংবিধান পৃথিবীর দীর্ঘতম হাতে লেখা একটি সংবিধান। এই সংবিধানের প্রথম দুটি প্রতিলিপি তৈরি করা হয়েছিল। একটি হিন্দি ভাষায় এবং অপরটি ছিল ইংরেজি ভাষাতে। সংবিধানের দুটি হস্তলিখিত কপিতে স্বাক্ষর করেছিলেন ৩০৮ জন সভার সদস্য। ওই আকর গ্রন্থটি ২৫১ পৃষ্ঠার এবং তার ওজন ৩ কিলো ৭৫০ গ্রাম। এটা হয়তো অনেক ভারতীয়ই জানেন না যে, সংবিধানের পাতায় পাতায় যে বিভিন্ন ধরনের নকশাগুলি রয়েছে সেই গুলি করেছিলেন শিল্পী নন্দলাল বসু এবং তৎকালীন শান্তিনিকেতনের ছাত্র-ছাত্রীরা।
ওই নকশাতে ফুটে উঠেছে রামায়ণ-মহাভারতের ছবি থেকে শুরু করে বেদ পর্যন্ত। এছাড়াও ভারতের বেশকিছু ঐতিহাসিক ছবি জায়গা করে নিয়েছে সংবিধানের পাতায়। যেমন মহত্মা গান্ধীর ডান্ডি অভিযান, জনগণের নেতা সুভাষচন্দ্র বসুর ছবি, এমনকি টিপু সুলতান ও অশোকের ছবি। এই ছবিটি অবশ্য সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা বহন করে চলেছে। ভারতীয় সংবিধান হাতে লেখার জন্য পন্ডিত নেহেরু প্রখ্যাত ক্যালিগ্রাফিস্ট প্রেমবিহারী নারায়ণ রায়জাদাকে অনুরোধ করেছিলেন। তিনি প্রায় ছয় মাস ধরে এই কাজটি করেন সম্পূর্ণ একা হাতে। যদিও ভারতের সংবিধান তৈরিতে তাঁর যেটুকু অবদান তার জন্য কোন রকম পারিশ্রমিক তিনি নেননি।
এখনও পর্যন্ত সংবিধানের প্রথম যে প্রতিলিপি দুটি হাতে লেখা হয়েছিল সেগুলি সযত্নে সংরক্ষিত রয়েছে সংসদ ভবনে। হিলিয়াম পূর্ণ পাত্রে রাখা রয়েছে স্বাধীন ভারতের সংবিধানকে। প্রজাতন্ত্র দিবসে প্রত্যেকবারই কোন এক রাষ্ট্র নায়ক অতিথি হয়ে ভারতে পা রাখেন। ১৯৫০ সালে যেবার প্রথম প্রজাতন্ত্র দিবস ঘোষণা করা হয় সেই সময় ভারতের অতিথি হিসেবে এসেছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্ণ। ভারতীয় সংবিধানকে ঘিরে এত তথ্য ইতিহাসের ভিড়ে প্রায় অবলুপ্তই হয়ে গিয়েছে। কিন্তু এই অজানা তথ্যগুলি নিজেরাই ইতিহাস বহন করছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম