।। প্রথম কলকাতা ।।
Iconic Bollywood Costumes: বলিউডে যেমন কিছু আইকনিক সিনেমা রয়েছে, তেমনই আছে আইকনিক চরিত্র এবং আইকনিক পোশাক। নির্দিষ্ট করে শুধুমাত্র সেই সিনের জন্য সেই পোশাকই ব্যবহার করেছে পরিচালক। আর তারপর থেকে সেই দৃশ্যকে রি-ক্রিয়েট করার সময় ওই পোশাকেরই খোঁজ পড়ে। তালিকায় এমন অনেক পোশাক রয়েছে যা শুধুমাত্র সেই দৃশ্যটুকু শ্যুট করার জন্য ব্যবহৃত হয়েছে এবং পরবর্তীতে তা আইকনিক হয়ে উঠেছে। যেমন-১৯৬৮ সালে ‘ব্রহ্মচারী’ সিনেমায় ‘আজকাল তেরে মেরে পেয়ার’ গানটিতে একটি কমলা রঙের শাড়ি পরেছিলেন মমতাজ। কিন্তু সেই শাড়ি পরার স্টাইল বা ধরন শুধুমাত্র সেই নাচ পরিবেশনের সময়তেই দেখা গিয়েছে। এমনকি মঞ্চে এই গানে কেউ নৃত্য পরিবেশন করলে, এই স্টাইলে এই রঙের শাড়ি পরে থাকেন।
তালিকায় রয়েছে মধুবালার কথক সাজ। ১৯৬০-এ মুগল-ই-আজম বহু দিক থেকে আইকনিক একটি সিনেমা। শুধুমাত্র ‘পেয়ার কিয়া তো ডরনা কেয়া’ বা ‘আনারকলি’র পোশাকের জন্য নয়। কিন্তু মধুবালার কথক সাজও অত্যন্ত জনপ্রিয়। ওই সাজ শুধুমাত্র সেই সিনেমাতেই লক্ষ্য করা গিয়েছে। রয়েছে ১৯৯৪-এ ‘হাম আপকে হ্যায় কৌন’ছবিতে একটি গানের পারফরম্যান্সে মাধুরী দীক্ষিতের বেগুনি শাড়ির পোশাক। ওই গানটি নায়িকার পোশাকের জন্যই বেশি স্মরণীয় হয়ে রয়েছে সকলের কাছে। এমনকি আজও টেলিভিশনের পর্দায় রিয়ালিটি শোগুলিতে নায়িকার সেই পারফরম্যান্স রি-ক্রিয়েট করলে, প্রতিযোগীরা সেই বেগুনি শাড়ি পরেন এবং স্টাইলটাও একই রাখেন।
আইকনিক পোশাকের তালিকায় নাম রয়েছে ‘মিস্টার ইন্ডিয়া’য় শ্রীদেবীর সেই নীল শাড়ি। শিফনের ওই নীল শাড়িটিকে আইকনিক করে তোলেন নায়িকা। ১৯৮৭-সালে এই ছবির ‘কাটে নেহি কাটতে ইয়ে দিন ইয়ে রাত’ গানটিতে নায়িকার নীল রঙের শিফন শাড়ির কথা আজও সকলের মনে রয়েছে। কানের সামনে গানটি বাজতে শুরু করলেই প্রথমে মনে পড়ে আইকনিক এই পোশাকটির কথাই। মূলত আইকনিক চরিত্রের পাশাপাশি আইকনিক পোশাক ছবির সেই মুহূর্তগুলির সঙ্গে মানুষকে তৎক্ষণাৎ জুড়ে ফেলতে পারে। শর্মিলা ঠাকুরের সাঁতারের পোশাক হোক কিংবা ‘দোস্তানা’য় প্রিয়াঙ্কা চোপড়ার মেটালিক শাড়ি সবই আইকনিক পোশাকের মধ্যে পড়ে। ২০০৮-এ ‘দোস্তানা’য় বিকিনি স্টাইলের ব্লাউজের সঙ্গে একটি স্ট্যান্ডআউট শাড়ি পরে সকলের নজর কেড়েছিলেন দেশি গার্ল।
পাশাপাশি ‘ববি’তে ডিম্পল কাপাডিয়ার পোলকা ডট টপ এবং তার সঙ্গে মিনি স্কার্ট আজও সকলকে মনে করিয়ে দেয় সেই দিনের কথা। সেই সময় নায়িকার এই পোশাক ট্রেন্ডিং হয়ে উঠেছিল। এদিকে ‘হরে রামা হরে কৃষ্ণ’তে আতরাঙ্গি স্টাইলে সকলের নজর কেড়েছিলেন জিনাত আমান। ১৯৭১-এ গোলাপি রঙের সানগ্লাস আর গলায় রুদ্রাক্ষের মালার সঙ্গে অভিনেত্রীর পোশাক জনপ্রিয় হয়ে উঠেছিল। ছবির সেই দৃশ্য আজও পুনরুজ্জীবিত করতে গেলে, ওই পোশাকের খোঁজ পরে। এমনকি ২০০৬-এ ধুম ২’তে ঐশ্বর্য রাই বচ্চনের নীল ও সাদা পোশাক আইকনিক হয়ে রয়েছে। তখনও তিনি বচ্চন পরিবারের বউ হননি। এদিকে ১৯৯৫-এ ‘তানহা তানহা’ গানে ঊর্মিলা মাতোন্ডকারের সাদা টি-শার্টটির কথা মনে আছে নিশ্চয়ই সকলের। এরকমই বলিউডের কিছু আইকনিক চরিত্রের মতো আইকনিক পোশাক রয়েছে, যা শুধু সেই সময় সেই দৃশ্যেই ব্যবহৃত হয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম