।। প্রথম কলকাতা ।।
Rajinikanth Biopic: কুলি-বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার! এবার বড় পর্দায় আসছে রজনীকান্তের বায়োপিক। থালাইভার ভক্তদের জন্য বিরাট খবর। শীঘ্রই সিনেমার পর্দায় দেখা যাবে রজনীকান্তের জীবনসংগ্রামের কাহিনী। বলিউডে তৈরি হচ্ছে দক্ষিণী সুপারস্টারের বায়োপিক। ছবি তৈরি করছেন স্বনামধন্য পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা। রজনীকান্তের জীবনের কোন রহস্য দেখানো হবে ছবিতে? থালাইভা কি নিজেই অভিনয় করবেন এই বায়োপিকে?
তিনি গোটা ভারতের সুপারস্টার, তিনি রজনীকান্ত। তবে জীবনের শুরুটা এরকম ছিলনা। দুমুঠো অন্নসংস্থানের জন্য কী না কী করেছেন তিনি। কখনও কুলি হয়ে মালপত্র বয়েছেন তো কখনও আবার বাসের টিকিট কেটেছেন। আর আজ সেই রজনীকান্তই ৪০০ কোটি টাকার মালিক। এককথায় বলা চলে ‘জিরো থেকে হিরো’ হওয়ার একেবারে পারফেক্ট উদাহরণ তিনি। যে কারণে তার জীবনের খুঁটিনাটি নিয়ে ভক্তদের আগ্রহ কম নয়।
আর এবার দাক্ষিণাত্যের সেই মেগাস্টারের জীবনসংগ্রাম, উত্থানের কাহিনীই আসছে সিনেপর্দায়। ছবি তৈরি করছেন বলিউডের ডাকসাইটে পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা। কী? আপনি আগ্রহী তো?
সিনেপাড়ার গুঞ্জন, গত কয়েক মাস ধরেই রজনী আন্নার সঙ্গে সময় কাটাচ্ছেন সাজিদ। কানাঘুষা আগেই শোনা গেছিল যে, কোনও নতুন প্রোজেক্টের কথা চলছে দুই তারকার মধ্যে। তবে সেটা যে খোদ রজনীকান্তের বায়োপিক হতে চলেছে তা আন্দাজ করতে পারেনি কেউই। শোনা যাচ্ছে, বায়োপিকে যাতে বিন্দুমাত্র কোনও ভুলচুক না থাকে তার জন্যই দিনরাত রজনী আন্নার এবং তার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন পরিচালক।
ইতিমধ্যেই বায়োপিকের খসড়া তৈরির কাজ তুঙ্গে। চুক্তিপত্রও সব নাকি সারা। সাজিদের মতে, বাস কন্ডাক্টর থেকে একজন সুপারস্টার হয়ে ওঠা কোনও মুখের কথা নয়। তিনি মনে করেন, থালাইভার এই জীবনকাহিনী গোটা বিশ্ব দরবারে তুলে ধরা উচিত। তাই তো এই ছবিতে রজনী আন্নার জীবনের নানা দিক তুলে ধরতে চাইছেন সাজিদ।
সিনে পাড়ার খবর, শিবাজী রাও গায়কোয়াড় থেকে রজনীকান্ত হয়ে ওঠার গল্পে কোনোরকম খামতি রাখতে চাননা সাজিদ। যে কারণে চিত্রনাট্য সাজানোর দায়িত্ব তিনি কাউকেই দিতে পারছেন না। সবটাই করছেন নিজ দায়িত্বে। যদিও থালাইভার বায়োপিকে কে অভিনয় করবেন তা এখনও স্পষ্ট নয়। কেউ কেউ বলছেন নিজের বায়োপিকে নিজেই অভিনয় করতে পারেন রজনীকান্ত। আর সেটা যদি হয়, তাহলে তো কোনও কথাই নেই।
যদিও এমনটা হওয়ার সম্ভাবনা বড়োই কম। তবে গোটা ছবিতে কোথাও হয়ত তাকে দেখানোর চেষ্টা করতে পারেন সাজিদ। যদিও এর কোনোটাই এখনও কনফার্ম নয়। শোনা যাচ্ছে, আগামী বছর থেকেই শুরু হয়ে যাবে বায়োপিকের শুটিং। আপাতত কাস্টিং ফাইনাল হওয়ার অপেক্ষা খালি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম