।। প্রথম কলকাতা ।।
দোহায় আর্জেন্টিনার কাছে পেনাল্টিতে বিশ্বকাপের ফাইনালে হারের তিন সপ্তাহ পর ৩৬ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন ফ্রান্সের অধিনায়ক হুগো লরিস। সোমবার প্রকাশিত ফরাসি ক্রীড়া দৈনিক L’Equipe-কে দেওয়া এক সাক্ষাৎকারে টটেনহ্যাম হটস্পারের গোলরক্ষক লরিস বলেছেন, “আমি আমার আন্তর্জাতিক ক্যারিয়ার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি, এই অনুভূতিতে যে আমি সবকিছু দিয়েছি। আমি মনে করি ইউরো বাছাইপর্ব শুরু হওয়ার আড়াই মাস আগে এটি এখনই ঘোষণা করা গুরুত্বপূর্ণ।”
২০০৮ সালের নভেম্বরে উরুগুয়ের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে ২১ বছরে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় লরিসের। তিনিও ফ্রান্সের জার্সিতে সর্বাধিক ম্যাচ খেলার নজির গড়েছেন। ১৪২টি ম্যাচ খেলে এই রেকর্ডটি ছিল লিলিয়ান থুরামের। এরপর বিশ্বকাপে তিনি টপকে যান থুরামকে। এবং ফাইনালে সর্বোচ্চ ১৪৫ ম্যাচ খেলে শেষ করেন। প্রাক্তন নাইস এবং লিওন গোলরক্ষক লরিস রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপে ফ্রান্সকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেন।
লরিস বলেন, “বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকে আমি সত্যিই এটা নিয়ে ভাবছি, কিন্তু ছয় মাস ধরে আমার ভেতরে কিছু একটা ছিল এবং যা প্রতিযোগিতার সময় বেড়েছে। যা আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।” তিনি আরও বলেন, “এমন একটি সময় আসে যখন আপনাকে সরে যেতে হবে। আমি সবসময় বলেছি ফরাসি জাতীয় দল কোনো এক ব্যক্তির অন্তর্গত নয়।” এছাড়াও লরিস বলেন, “একজন গোলরক্ষক আছেন যিনি প্রস্তুত (মাইগনান)। এবং আমার জন্য, আমার পরিবারের জন্য এবং আমার সন্তানদের জন্য আমার আরও কিছুটা সময় প্রয়োজন।”