।। প্রথম কলকাতা।।
Keshari Nath Tripathi: দীর্ঘদিন বাংলায় রাজ্যপালের দায়িত্ব পালন করেন কেশরীনাথ ত্রিপাঠী ( Keshari Nath Tripathi) । ৮ জানুয়ারি ভোর পাঁচটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । জানা যায় তাঁর মৃত্যুকালীন বয়েস ছিল ৮৮ বছর। কেশরীনাথ ত্রিপাঠীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ছেলে নীরজ ত্রিপাঠী । শারীরিক অসুস্থতা এবং দুর্বলতার কারণে শুক্রবার শ্বাসকষ্ট শুরু হয়। তাকে তড়িঘড়ি ভর্তি করা হয় এটি বেসরকারি হাসপাতালে। রবিবার ভোরে মৃত্যু হয় তাঁর ( Passes Away)।
পরিবার সূত্রে জানা যায়, ৮ ডিসেম্বর বাংলার প্রাক্তন এই রাজ্যপাল বাড়ির বাথরুমে কোন কারণবশত পড়ে যান। যার কারণে তাঁর ডান হাতে আঘাত লাগে এবং হাতটি ভেঙে যায় । সেই চিকিৎসা করার পর দুর্বল হয়ে পড়েন তিনি । অবস্থার অবনতি হওয়ার কারণে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরিস্থিতি হাতের নাগালের বাইরে যেতে থাকলে তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছিল । অবশ্য প্রায় সপ্তাহখানেক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসা হয়। কিন্তু বাড়িতে এসেই রবিবার ভোরের দিকে পরলোক গমন করেন উত্তর প্রদেশ বিধানসভার প্রাক্তন স্পিকার।
প্রসঙ্গত কেশরীনাথ ত্রিপাঠী করোনাকালীন পরিস্থিতিতে দু-বার কোভিডে আক্রান্ত হয়েছিলেন । দু-বারই সুস্থ হয়ে ফিরে আসেন তিনি । ২০১৪ সালের পশ্চিমবঙ্গের রাজ্যপাল ( Governor) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ত্রিপাঠী। তিনি ছিলেন পশ্চিমবঙ্গের ২০ তম রাজ্যপাল। ২০১৯ সাল অর্থাৎ পাঁচ বছর তিনি এই দায়িত্ব পালন করেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় বাংলার রাজ্যপাল থাকাকালীন তাকে মেঘালয় , মিজোরাম এবং দু দফা বিহারের রাজ্যপাল হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়েছিল।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম