।। প্রথম কলকাতা ।।
মাত্র ২ দিন বাকি ভারত-অস্ট্রেলিয়া বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট। তার আগে দুটি প্রশ্নের মুখোমুখি ভারতীয় ক্রিকেট দল।প্রথমত, ভারতের প্রথম একাদশে ওপেনার কেএল রাহুলের স্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম দুই টেস্টে মাত্র ৩৮ রান করেছেন এই তারকা ব্যাটার। শেষ ১০ টেস্ট ইনিংসে তার সর্বোচ্চ স্কোর ২৩। এই পরিস্থিতিতে ভেঙ্কটেশ প্রসাদ সহ প্রাক্তন খেলোয়াড়রা দলে রাহুলের জায়গা নিয়ে প্রশ্ন তুলেছেন। তৃতীয় টেস্টে তার জায়গা নিয়েই এখন বড় প্রশ্ন ভারতীয় দলে।
এরই মাঝে, প্রথম দুই টেস্টে ভারতীয় দলের মনোনীত সহ-অধিনায়ক রাহুলকে সরিয়ে দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুই টেস্টে রোহিতের ডেপুটি হিসেবে দেখা যাবে না ভারতীয় এই ওপেনারকে। রাহুলকে সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার কারণ দেখিয়েছেন বিসিসিআই-এর প্রাক্তন নির্বাচক সাবা করিম।
ইন্ডিয়া নিউজ স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সাবা করিম বলেন, “তার পারফরম্যান্স দুর্দান্ত ছিল না এবং সে কারণে তাকে সহ-অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর মানে এই নয় যে তাকে একাদশে খেলানো হবে না। এর মানে হল আপনি সহ-অধিনায়ক হবেন, যখন আপনার পারফরম্যান্স ভালো হবে। ধরুন ভারতীয় দল হেরেছে, কেএল রাহুলকে বাদ দিতে কোনো দ্বিধা থাকত না। কিন্তু যেহেতু দল জিতছে, এবং উইকেটে ব্যাট করা কঠিন তাই রাহুল আরও কয়েকটি সুযোগ পাবে।”
ভারতীয় টেস্ট দলের পরবর্তী সহ-অধিনায়ক কে হতে পারেন জানতে চাইলে করিম বলেন, “পরবর্তী সহ-অধিনায়ক নির্বাচন করার সময় বেশ কয়েকটি বিষয় মাথায় রাখা উচিত। যেমন বয়স কারণ খেলোয়াড়টিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতকে নেতৃত্ব দিতে হবে। বর্তমানে, আমার মনে হয় দুইজন প্রার্থী আছে রবীন্দ্র জাদেজা এবং ঋষভ পন্থ। কিন্তু জাদেজার কাজের চাপ অনেক বেশি। হয়তো টিম ম্যানেজমেন্ট পন্থের ফিটনেস ফিরে পাওয়ার জন্য অপেক্ষা করছে।”