।। প্রথম কলকাতা ।।
Bengali Serial TRP: চলতি সপ্তাহে ফের এসে গিয়েছে ধারাবাহিকগুলির রিপোর্ট কার্ড। নতুন বছরের দ্বিতীয় রিপোর্ট কার্ড অনুযায়ী একটুর জন্য প্রথম স্থান ফের হাতছাড়া হল ‘জগদ্ধাত্রী’র (Jagaddhatri)। দিনের হাজারো ব্যস্ততার পর দর্শকদের কাছে বিনোদন বলতে টেলিভিশনের ধারাবাহিকগুলি। তবে সব ধারাবাহিক যে সকলের পছন্দ হবে এমনটা নয়। টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ধরনের ধারাবাহিক সম্প্রচারিত হয়। কেউ স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) দেখতে পছন্দ করেন তো, কেউ সেই সময় জি বাংলার (Zee Bangla) ধারাবাহিককে প্রাধান্য দেন। দর্শকদের এই পছন্দের তালিকায় কোন ধারাবাহিক রয়েছে এগিয়ে, তা বোঝা যায় প্রতি সপ্তাহের টিআরপি চার্টের দরুন। প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার মানে টেলিভিশনের কোন ধারাবাহিক সেরা ১০-এ জায়গা করেছে তা জানা যাবে। আর এইবারের টিআরপি চার্ট দেখে বোঝা যাচ্ছে, ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের কাছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’ হেরে গিয়েছে মাত্র ০.৩ নম্বরে।
৯.২ নম্বর পেয়ে চলতি সপ্তাহে সেরা স্থান ধরে রাখল ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক। অন্যদিকে ৮.৯ নম্বর পেয়ে দু’নম্বরে রয়েছে ‘জগদ্ধাত্রী’। নতুন বছরের শুরু থেকেই দ্বিতীয় নম্বরে রয়েছে এই মেগা। আগামী দিনে জ্যাজের কাজ ধারাবাহিকের টিআরপিতে কোনও বদল আনবে কিনা, তা পরবর্তী টিআরপি চার্টে বোঝা যাবে। এদিকে ৮.১ নম্বর নিয়ে তিন নম্বর স্থানে ‘খেলনা বাড়ি’ (Khelna Bari)। ধারাবাহিকে মিশমির আগমণ গোটা গল্পে নতুন মোড় নিয়ে এসেছে। চতুর্থ স্থানে রয়েছে ‘গৌরী এলো’ (Gouri Elo) ধারাবাহিক। আর একইভাবে পঞ্চম স্থানে রয়েছে ‘পঞ্চমী’ (Panchomi) ও ‘বাংলা মিডিয়াম’ (Bangla Medium)।
এক নজরে সেরা ১০ ধারাবাহিকের তালিকা-
১. অনুরাগের ছোঁয়া (৯.২)
২. জগদ্ধাত্রী (৮.৯)
৩. খেলনা বাড়ি (৮.১)
৪. গৌরী এলো (৮.০)
৫. বাংলা মিডিয়াম, পঞ্চমী (৭.৭)
৬. নিম ফুলের মধু (৭.৬)
৭. মিঠাই (৭.০)
৮. আলতা ফড়িং (৬.৯)
৯. গাঁটছড়া, রাঙা বউ (৬.৭)
১০. এক্কা দোক্কা (৬.৪)
অন্যদিকে ষষ্ঠ স্থানে রয়েছে ‘নিম ফুলের মধু’ আর সপ্তমে ‘মিঠাই’ (Mithai)। তবে নতুন বছরে চালু হওয়া ‘মন দিতে চাই’ মন জিততে পারেনি দর্শকদের। তা না হলে টিআরপি চার্টের সেরা দশে জায়গা হত এই ধারাবাহিকের। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২.০ নম্বর পেয়ে স্লট জিততে ব্যর্থ হয়েছে জি বাংলার এই ধারাবাহিক। অন্যদিকে সেরা দশের তালিকা থেকে ছিটকে যেতে যেতে বেঁচেছে ‘এক্কা দোক্কা’।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম