।। প্রথম কলকাতা ।।
ফুটবলের ইতিহাসে এক ম্যাচে তিন হলুদ কার্ড দেখা ফুটবলার কে জানেন ? ঘটনাটি ঘটেছিল ২০০৬ বিশ্বকাপের ক্রোয়েশিয়া-অস্ট্রেলিয়া ম্যাচে। দুইটি হলুদ কার্ড মিলে একটি লাল কার্ডে পরিণত হয়। অর্থাৎ, এক ম্যাচে তিনবার হলুদ কার্ড দেখানোর কোনো উপায় নেই। ম্যাচে ক্রোয়াট ডিফেন্ডার জোসিপ সিমুনিককে দু’বার হলুদ কার্ড দেখান রেফারি গ্রাহাম পল। ভুলবশত বাধ্যতামূলক লাল কার্ড দেখিয়ে সিমুনিককে মাঠছাড়া করেননি তিনি। শেষ বাঁশি বাজার পর গ্রাহাম পল তার ভুল বুঝতে পারেন। পরে সিমুনিককে তৃতীয় হলুদ কার্ড দেখিয়ে লাল কার্ড দেখান পল।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম