।। প্রথম কলকাতা ।।
KCC: কৃষি ক্ষেত্রে যদি উন্নয়ন হয় তাহলেই দেশের অর্থনৈতিক মেরুদন্ড আরও শক্ত হবে, এমনটাই বলা হয় ভারতীয় অর্থনীতিতে। সোজা কথায় গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ডকে শক্তিশালী করে তুলতে বর্তমানে পশুপালন, মৎস্য চাষের মতো কর্মকাণ্ড গুলিও সমর্থিত হচ্ছে সরকার দ্বারা। তাই শুধুমাত্র কৃষিকাজ নয়, কৃষি কাজের পাশাপাশি যে সকল কৃষকরা পশুপালন এবং মৎস্য চাষ করছেন তাদেরকেও স্বনির্ভরশীল হয়ে ওঠার সুযোগ দিচ্ছে কেন্দ্র সরকার। ভারতে কিষাণ ক্রেডিট কার্ড (Kishan Credit Card) প্রকল্প শুরু করা হয়েছে। কেন্দ্রের এই প্রকল্পে (Central Scheme) মৎস্য চাষীরা মোটা অঙ্কের টাকা ঋণ হিসেবে পেতে পারেন।
কেন্দ্রের এই প্রকল্প অনুযায়ী মাছ চাষের ক্ষেত্রে ধারাবাহিকতা আনতে মাছ চাষীদের কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হচ্ছে। এই কার্ডের মাধ্যমে ব্যবসা সংক্রান্ত সমস্ত প্রয়োজন তাঁরা মেটাতে পারবেন কেন্দ্র সরকারের সাহায্য নিয়ে। অন্যদিকে তাদেরকে কোন গ্যারান্টি ছাড়াই ঋণ দেওয়া হবে প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকা । শুধুমাত্র কিছু নথিপত্রের ভিত্তিতে ১৫ দিনের মধ্যে সম্পূর্ণ টাকা মৎস্য চাষীদের হাতে এসে পৌঁছাবে। এই প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য মিলবে জেলা কৃষি বিভাগের অফিস থেকে।
পশু পালনের ক্ষেত্রেও ঠিক একই রকম সুবিধা পাওয়া যাবে। কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে যারা গবাদি পশু পালন করবেন তাঁরাও সেই সংক্রান্ত সমস্ত খরচ মেটাতে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। আর গ্যারান্টি ছাড়া ১ লক্ষ ৬০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে পশু পালনের ক্ষেত্রে। যারা পশু পালনের জন্য ঋণ নেবেন তাঁরা যদি এক বছরের মধ্যে তা পরিশোধ করতে না পারেন তাহলে সুদ দিতে হবে ১২ শতাংশ হারে। সব মিলিয়ে মৎস্য চাষ, পশুপালনের ক্ষেত্রে এই কিষাণ ক্রেডিট কার্ড অত্যন্ত সুবিধাজনক বলেই মনে করা হচ্ছে। আর এর মাধ্যমে ঋণ পাওয়াও অত্যন্ত সহজ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম