।। প্রথম কলকাতা।।
Gujarat Election 2022: আজ মোদী-শাহের রাজ্যে ভোটগ্রহণের প্রথম দিন। দুই দফায় ভোটগ্রহণ পর্ব চলবে মোদীগড়ে। আজ প্রথম দফায় ১৯টি জেলা জুড়ে ৮৯টি আসনে ভোটগ্রহণ হবে, প্রার্থী সংখ্যা ৭৮৮। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকেল ৫টা পর্যন্ত।
বিগত ২৭ বছর ধরে টানা গুজরাটে রাজ করছে ভারতীয় জনতা পার্টি। গতবারের নির্বাচনে যদিও কংগ্রেসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তবুও শেষ হাসি হেসেছে বিজেপি। এবারে প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন দলের সামনে রয়েছে আম আদমি পার্টি ও কংগ্রেস। দেখার এবারেও গুজরাটবাসী নমোতেই ভরসা রাখে! নাকি নতুন সরকার গড়ে ওঠে মোদীগড়ে। ‘হিন্দুস্তান টাইমস’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যেই রাজকোটে সকাল সকাল ভোট দিয়েছেন বিজেপির প্রার্থী রিভাবা জাদেজা। জামনগর উত্তর থেকে লড়াই করছেন তিনি। ভোট দিয়ে তিনি জানিয়েছেন, ‘আমি জামনগরের মানুষের উপর আস্থা রেখেছি। আমরা সামগ্রিক উন্নয়নে নজর দেবো এবং এবারও বিজেপি ভালো ব্যবধানে জিতবে’।
অন্যদিকে গুজরাট নির্বাচনের প্রথম পর্বে সকলকে ভোটদানের জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন ট্যুইট করে নমো লেখেন, ‘আজ গুজরাট নির্বাচনের প্রথম পর্ব। সকলকে বিশেষ করে প্রথমবারের ভোটারদের তাঁদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানাচ্ছি’। গতবারের নির্বাচনে আজ যে ৮৯টি আসনে ভোটগ্রহণ তার মধ্যে বিজেপি জিতেছিল ৪৮টি, কংগ্রেস ৩৮টি, ২টি বিটিপি ও ১টি এনসিপি। এবার লড়াইয়ে রয়েছে আপ। সেক্ষেত্রে সংখ্যায় বদল আসার সম্ভাবনা রয়েছে।
Today is the first phase of the Gujarat elections. I call upon all those voting today, particularly first time voters to exercise their franchise in record numbers.
— Narendra Modi (@narendramodi) December 1, 2022
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম