।। প্রথম কলকাতা ।।
State Budget 2023: কেন্দ্র সরকারের তরফ থেকে ২০২৩ অর্থবর্ষের বাজেট ঘোষণা করা হয়ে গিয়েছে। আর এবার নজরে পশ্চিমবঙ্গের বাজেট। বুধবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করতে চলেছেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। এদিন দুপুর দুটো নাগাদ বিধানসভায় বাজেট পেশ করা হবে বলে জানা গিয়েছে। তার আগে অবশ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতিতে রাজ্য মন্ত্রিসভায় হতে চলেছে একটি বৈঠক। সেই বৈঠকেই রাজ্য বাজেট (State Budget 2023) অনুমোদিত হবে।
নবান্ন সূত্রের দাবি, চলতি অর্থবর্ষের রাজ্য বাজেট জনমুখী বাজেট হতে চলেছে। রাজ্য সরকার কর্মসংস্থানের উপর দিয়েছে বিশেষ জোর। এছাড়াও সামাজিক সুরক্ষামূলক প্রকল্পে বিগত বছরের তুলনায় রাজ্য কয়েক শতাংশ বেশি অর্থ বরাদ্দ করবে এমনটাও সম্ভাবনা রয়েছে। রাজ্য সরকার জনসাধারণের সুবিধার কথা মাথায় রেখে সারা বছর ধরে লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধু সহ আরও বহু জনকল্যাণমুখী প্রকল্প চালায়। এবারের বাজেটে একাধিক প্রকল্পকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে এমনটাই জানা গিয়েছে।
রাজ্য সরকারের এমন বহু প্রকল্প রয়েছে যার মাধ্যমে রাজ্যবাসীর হাতে নগদ অর্থের জোগান পৌঁছে যায়। এবার সেই সমস্ত প্রকল্পের পরিধি গুলি আরও প্রসারিত করা হয় কিনা সেটাই এবারের বাজেটে দেখার বিষয়। বিগত বেশ কয়েকটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের বেকার যুবক-যুবতীদের চাকরির আশ্বাস দিয়েছিলেন। এবারের বাজেটে তাই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একাধিক পদক্ষেপ রাজ্য সরকার (State Government) নিতে পারে বলে মনে করছে ওয়াকিবহল মহল। চলতি বছরে পঞ্চায়েত নির্বাচন হতে পারে রাজ্যে, এমন সম্ভাবনা প্রবল। বছর ঘুরলেই প্রস্তুতি শুরু হয়ে যাবে লোকসভা নির্বাচনের। কাজেই সবদিক সামলে সামাজিক প্রকল্পে আর্থিক বরাদ্দ কতটা বৃদ্ধি করা সম্ভব হয়েছে রাজ্যের পক্ষে এবং আয়-ব্যয়ের সামঞ্জস্য কতটা রাখা যাবে তা জানা যাবে বাজেট পেশের পরেই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম