।। প্রথম কলকাতা ।।
Aindrila Sharma: মঞ্চ তাঁর অপেক্ষায় ছিল। আজ তিনি বেঁচে থাকলে দর্শকরা তাঁর আরও কাজ দেখতে পেতেন। কিন্তু তা অধরাই থেকে গিয়েছে। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তিনি। দু’বার ক্যানসারকে হারিয়ে ফিরেছেন লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায়। তাঁর মতো ‘লড়াকু’ অভিনেত্রী আর দুটো হয় না। কিন্তু শেষ লড়াইটা আর জিতে ফেরা হল না ঐন্দ্রিলা শর্মার। ১৯৯৮-এর আজকের দিনে জন্ম তাঁর।
বহরমপুরের এক উচ্চবিত্ত পরিবারেই জন্ম ঐন্দ্রিলার। বাবা উত্তম শর্মা মুর্শিদাবাদের পাঁচগ্রাম হাসপাতালের চিকিৎসক। এদিকে মা শিখা শর্মা নার্সিং হস্টেলের ইনচার্জ। ২০১৭-তে কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ঝুমুর’-এ অভিনয় দিয়ে পা রেখেছিলেন সিরিয়ালের জগতে। এরপর ২০১৮-তে ‘জীবন জ্যোতি’তে তাঁর অভিনয় দর্শকদের মন কেড়েছে। ২০১৯ থেকে ২১ পর্যন্ত সান বাংলার ‘জিওন কাঠি’ নামে ধারাবাহিকে দেখা যায় তাঁকে। সেখানে ‘জাহ্নবী চ্যাটার্জী’র চরিত্রে অভিনয় করেছেন তিনি। আর এই ধারাবাহিক তাঁকে সকলের কাছে পরিচিত করে তুলেছিল।
কিন্তু এই ধারাবাহিকের সেটেই সহ-অভিনেতা জয় মুখোপাধ্যায়ের সঙ্গে সমস্যা হয়েছিল তাঁর। ঐন্দ্রিলা অভিযোগ জানিয়েছিলেন, অভিনেতা সেটে তাঁকে গালিগালাজ করেছে, ধাক্কা মেরেছে। আর সেই সময় আর্টিস্ট ফোরাম থেকে শুরু করে পরিচালকের সঙ্গ পেয়েছেন অভিনেত্রী। যার কারণে সিরিয়াল থেকে সরে আসতে হয়েছিল জয় মুখোপাধ্যায়কে। পরে ‘আমি দিদি নম্বর ১’ নামক একটি টেলিফিল্মে দেখা গিয়েছে তাঁকে। যেখানে তাঁর সঙ্গে ছিলেন মিঠাইয়ের উচ্ছে বাবু তথা আদৃত রায়।
এছাড়া পরিচালক সুজিত কুমার পালের পরিচালনায় ‘লাভ ক্যাফে’তে অভিনয় করেছেন ঐন্দ্রিলা। ‘ভাগাড়’ নামে একটি ওয়েব সিরিজেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। অভিনয়ের পাশাপাশি নাচ, আবৃত্তিতেও পারদর্শী ছিলেন তিনি। তবে তিনি অসুস্থ হয়ে পড়লে আর তাঁকে দেখা যায়নি পর্দায়। দর্শকরা অধীর আগ্রহে তাঁকে ফের পর্দায় দেখার জন্য বসেছিলেন। সকলে আশা করেছিলেন, কিছু অলৌকিক ঘটলেও ঘটতে পারে। তাঁর চোখে ছিল একরাশ স্বপ্ন, করতে চেয়েছিলেন অনেক কিছুই। কিন্তু ২৪ বছর বয়সেই থমকে গেল জীবনের গাড়ি। ২০১৫-র ৫ ফেব্রুয়ারি জন্মদিনের দিনই জানতে পারেন, মারণ রোগ বাসা বেঁধেছে তাঁর শরীরে। তখন তিনি পড়েন একাদশ শ্রেণীতে।
সেবার লড়াই করে ফিরে এসেছিলেন লাইমলাইটের দুনিয়ায়। এর পর পেড়িয়ে গিয়েছে অনেকগুলো বছর, কিন্তু ফের আবার তারই মাঝে ক্যানসার থাবা বসায় তাঁর শরীরে। প্রিয় বন্ধু সব্যসাচীর সঙ্গ আর পরিবারের ভালোবাসা ও অনুরাগীদের প্রার্থনায় লড়াই করে ফিরে এসেছিলেন তিনি। কথা ছিল, ফের পর্দায় ফিরবেন। কিন্তু তার আগেই ফের অসুস্থ হয়ে পড়েন ঐন্দ্রিলা। দীর্ঘ কুড়ি দিন ধরে জীবনযুদ্ধে জিতে ফিরে আসার লড়াই করে গিয়েছেন অভিনেত্রী। সাথ দিল না শরীর। ২০২২-এর ২০ নভেম্বর সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দেন ঐন্দ্রিলা শর্মা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম