।। প্রথম কলকাতা ।।
চলতি বিশ্বকাপে একের পর এক ঘটন ঘটে চলেছে। সৌদি আরবের কাছে পরাজিত হয়েছে মেসির আর্জেন্টিনা। অন্যদিকে জাপানের কাছে হেরেছে জার্মানি। এই পরিস্থিতিতে বিশ্বকাপের ফেভারিট দল ব্রাজিল বৃহস্পতিবার সার্বিয়ার বিপক্ষে ‘হেক্সা’ (ষষ্ঠ বিশ্বকাপ) জয়ের জন্য অভিযান শুরু করতে চলেছে। তবে বিপজ্জনক সার্বিয়ার থেকে সদা সতর্ক ব্রাজিল কোচ তিতে। কাতারের এই লুসাইল স্টেডিয়ামেই আর্জেন্টিনা ও জার্মানি পরাজিত হয়েছে।
২০০২ সালে জাপান বিশ্বকাপে পঞ্চম শিরোপা জয়ের পর ২০ বছর ‘হেক্সা’-র অপেক্ষায় প্রহর গুনছে সেলকাওরা। ইতিহাসের পুনরাবৃত্তির লক্ষ্যেই কাতারে পা রেখেছে নেইমার-রদ্রিগোরা। যাকে ঘিরে ষষ্ঠবার বিশ্বজয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল সমর্থকরা, সেই নেইমার ক্লাবের জার্সিতে দুরন্ত ফর্মে ছিলেন। তাঁকে যোগ্য সঙ্গ দেওয়ার জন্য রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো। তিতের দলের আক্রমণভাগ বিপক্ষ দলের কাছে চিন্তার কারণ। ক্লাব মরসুম শুরুর পর সবথেকে বেশি গোল করেছেন ব্রাজিল ফুটবলাররা। তাই বলাই যায় এই ব্রাজিল অত্যন্ত ভয়ঙ্কর।
ব্রাজিলের অভিজ্ঞ অধিনায়ক থিয়াগো সিলভা বলেছেন, “আমার মতে, এই খেলোয়াড়রা নেইমারকে সাহায্য করবে কারণ তারা দায়িত্ব ভাগ করে নিতে পারে এবং তার জন্য জায়গা তৈরি করতে পারে।” তিনি আরও বলেন, “দলের পরিবেশ খুবই স্বাস্থ্যকর। তরুণ খেলোয়াড় এবং আরও অভিজ্ঞদের মিশ্রণ একটি দুর্দান্ত সংযোগ তৈরি করবে।”
চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল সার্বিয়া। কিন্তু ২-০ গোলে হেরে প্রথম রাউন্ডেই বিদায় নিতে হয় তাদের। সার্বিয়ার কোচ ড্রাগান স্টোজকোভিচ বলেছেন,”আমরা বিশ্বের কাউকে ভয় পাই না, এমনকি ব্রাজিলকেও না।” তিনি আশাবাদী যে ফুলহ্যাম স্ট্রাইকার আলেকসান্ডার মিত্রোভিচ ব্রাজিল ম্যাচে মাঠে নামবেন।