।। প্রথম কলকাতা ।।
আগামী ২০ নভেম্বর পর্দা উঠছে ফিফা ফুটবল বিশ্বকাপের (Qatar World Cup)। যার পর্দা নামবে ১৮ ডিসেম্বর। প্রথমবারের মতো বিশ্বকাপের আয়োজক কাতার। হাতে সময় খুবই কম। আর তাই সাজো সাজো রবে মুখরিত মধ্যপ্রাচ্যের দেশটি। চারিদিকে যেন উৎসবের মেজাজ। নয়নাভিরাম অত্যাধুনিক স্টেডিয়াম, দর্শকদের জন্য ঝাঁ চকচকে হোটেল থেকে খাওয়া-দাওয়ার এলাহী আয়োজন। বিপুল অঙ্কের টাকা খরচ করে বিশ্বকাপের আয়োজনপর্ব প্রায় সেরে ফেলেছে কাতার। স্বাগত জানাতে দোরগোড়ায় বরণডালা নিয়ে হাজির কাতারবাসী।
অন্যদিকে অপেক্ষার প্রহর গুনছে বিশ্বের অগণিত ফুটবলপ্রেমীরা। তবে জানেন কী কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত অঙ্কের টাকা প্রাইজমানি পাবেন? শুনলে আপনিও ভুরু কুঁচকাবেন। ইতিমধ্যেই দোহায় প্রদর্শনী ফুটবল বিশ্বকাপ ২০২২-র প্রাইজমানি প্রকাশ করে দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ফিফার দেওয়া তথ্য অনুযায়ী আসন্ন কাতার বিশ্বকাপে ৩২ দলের মধ্যে মোট ৪৪০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করবে ফিফা। যা মুদ্রায় দাঁড়ায় ২ হাজার ৬২৪ কোটি মার্কিন ডলার। প্রাইজমানির বাইরে বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য থাকছে দেড় মিলিয়ন ডলার। গত বিশ্বকাপের আসর গুলির তুলনায় এবারের বিশ্বকাপের প্রাইজমানি রেকর্ড পরিমাণ বাড়িয়েছে ফিফা।
বিপুল অঙ্কের প্রাইজমানির মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ৪২ মিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৫২ কোটি টাকারও বেশি। এছাড়াও রানার্স আপ, সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল ও দ্বিতীয় পর্বে খেলা সব দলের জন্য থাকছে বিপুল অঙ্কের অর্থ। মোট সাতটি ক্যাটাগরিতে এই অর্থ প্রদান করবে ফিফা। প্রথম ক্যাটাগরিতে প্রথম পর্ব থেকে ছিটকে যাওয়া ১৬ দল পাবে ৯ মিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫৪ কোটি টাকা। অর্থাৎ এই ক্যাটাগরিতে থাকছে ১৪৪ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৮৬৪ কোটি টাকা।
দ্বিতীয় ক্যাটাগরি অনুযায়ী দ্বিতীয় পর্বে বাদ পড়া ৮ দল পাবে ১৩ মিলিয়ন মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় প্রায় ৭৮ কোটি টাকা। অর্থাৎ দ্বিতীয় ক্যাটাগরিতে প্রাইজমানি হিসেবে থাকছে ১০৪ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ৬২৪ কোটি টাকা। এরপর তৃতীয় ক্যাটাগরিতে শেষ আটের লড়াইয়ে ছিটকে যাওয়া ৪ দল পাবে ১৭ মিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০২ কোটি টাকা। এই ক্যাটাগরিতে প্রাইজমানি হিসেবে থাকছে ৬৮ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৪০৮ কোটি টাকা।
ফিফা বিশ্বকাপের ২২ তম সংস্করণে চতুর্থ ও তৃতীয় স্থানাধিকারী দুই দল পাবে যথাক্রমে ২৫ ও ২৭ মিলিয়ন মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় যথাক্রমে প্রায় ১৫০ ও ১৬২ কোটি টাকা। ফাইনালে হেরে যাওয়া রানার্স আপ দল পাবে ৩০ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ১৮০ কোটি টাকা। চ্যাম্পিয়ন দল পাবে ১৭৫ গ্রামের সোনালী ট্রফি সহ ৪২ মিলিয়ন মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৫২ কোটি টাকা। যা ব্রাজিল বিশ্বকাপের চেয়ে ৮০ গুন বেশি।