।। প্রথম কলকাতা।।
Christmas Celebration: একেই ২৫ ডিসেম্বর তার উপরে আবার সপ্তাহের ছুটির দিন রবিবার। এই দুইয়ে মিলে ২০২২ সালের বড়দিন ( Christmas) বেশ আনন্দমুখর হয়ে উঠেছে প্রত্যেকটি মানুষের কাছে । ক্রিসমাসের আগে থেকেই এই দিনটির জন্য বিভিন্ন পরিকল্পনা শুরু হয়ে গিয়েছিল বহু মানুষের মধ্যে । কেউ কেউ কাছের মানুষদের সঙ্গে নিয়ে উইকেন্ডের ছুটিতে ( Weekend Holiday) বেরিয়ে পড়েছিলেন দূরের কোন গন্তব্যের উদ্দেশ্যে । আবার কেউ রাজ্যের মধ্যে থেকেই বিভিন্ন জায়গায় এই ছুটির দিন সেলিব্রেট করতে পৌঁছে যান । সমুদ্র সৈকত দিঘা থেকে শুরু করে মন্দির নগরী মায়াপুরের মতো জায়গাতেও জনসাধারণের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।
বড়দিনে শহর কলকাতা থেকে শুরু করে জেলার চার্চগুলিতেও যে ভিড় বাড়বে একথা বলাই বাহুল্য। ২০২২ এ তার কোনরকম ব্যতিক্রম হয়নি। কিন্তু এবার নজর কাড়া ভিড় দেখতে পাওয়া যায় দিঘাতে। এর একটা বড় কারণ হল এই বছর ক্রিসমাস ইভ এবং ক্রিসমাস পরে শনি ও রবিবার । তাই শুক্রবারের অফিস সেরে অনেকেই দিঘার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন। দুদিন বেশ মজায় মজায় কাটিয়ে এবার বাড়ি ফেরার পালা। তার উপরে চলতি বছরের বাড়তি পাওনা হিসেবে দিঘায় ( Digha) বড়দিনেই চালু হয়েছে ইলিশ উৎসব । বিভিন্ন পদের ইলিশ দেখে নিজেকে সামলে রাখা মুশকিল।
দিঘা-শংকরপুর হোটেল অ্যাসোসিয়েশন সূত্র জানা গিয়েছে, এই বছরের বড় দিনে হোটেলগুলি পুরোপুরি পর্যটকে ভর্তি। গত দু বছরে করোনার কারণে এমনিতেই পর্যটন শিল্প মুখ থুবড়ে পড়েছিল । কিন্তু এই বছর বড়দিনে প্রচুর জনসমাগম লক্ষ্য করা গিয়েছে । মায়াপুরেও রবিবার সকাল থেকেই বহু ভক্তের আগমন দেখতে পাওয়া গিয়েছে । এই দিন যত বেলা বাড়তে থাকে ততই যেন মায়াপুর ( Mayapur) চন্দ্রদ্বয়ী মন্দির প্রাঙ্গনে হাজার হাজার ভক্তবৃন্দ এসে উপস্থিত হতে থাকেন । দর্শনার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গণে মোতায়েন ছিল বহু নিরাপত্তা রক্ষী। এছাড়াও জেলার যে সকল পিকনিক স্পটগুলো ছিল সেখানেও সকাল থেকে রান্নার তোড়জো শুরু হয়ে যায়।
শীতের মরসুমে বড়দিনে মাইথন ( Maithon) জলাধারে পর্যটকদের ভিড় ছিল দেখার মতো। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পিকনিক করার উদ্দেশ্য নিয়ে বহু পর্যটক এসে উপস্থিত হয়েছিলেন। দেখা যায় মাইথন জলাধারে বহু পর্যটকই নৌকাবিহারে মেতে ওঠেন । একই রকম ভাবে উত্তর চব্বিশ পরগনার টাকী ( Taki) পর্যটন কেন্দ্রে বহু ভিড় লক্ষ্য করা যায় । ইছামতির বক্ষে সারাদিন ধরে ঘুরে বেড়িয়ে দারুন ভাবে বড়দিন উদযাপন করেন বহু মানুষ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম