।। প্রথম কলকাতা ।।
বৃহস্পতিবার পর্তুগালের কোচের পদ থেকে পদত্যাগ করলেন ফার্নান্দো সান্তোস। পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) একটি বিবৃতিতে বলেছে যে ৬৮ বছর বয়সী সান্তোসের সঙ্গে একটি আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। “২০১৪ সালের সেপ্টেম্বরে পর্তুগালের জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন সান্তোস। এফপিএফ আরও করেছে যে “এখন পরবর্তী জাতীয় কোচ বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু করবে”। ডেইলি স্পোর্টস সংবাদপত্রের দাবি অনুযায়ী হোসে মরিনহো ইউরো ২০২৪ এর জন্য যোগ্যতা অর্জনের আগে ফেডারেশনের এক নম্বর লক্ষ্য।
সেপ্টেম্বর ২০১৪ সালে পর্তুগালের কোচ নিযুক্ত হওয়ার পর সান্তোস ২০১৬ সালে ইউরো কাপ জিতিয়ে দেশের প্রথম বড় শিরোপা জয় করেন এরপর ২০১৯ সালে নেশন্স লিগ জয় করেন। তার দায়িত্বে থাকা সময়কালে পর্তুগাল বিশ্বকাপ ২০১৮ এবং ইউরো ২০২০ শেষ ষোলো থেকে বিদায় নেয়। ২০২২ বিশ্বকাপেও কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিদায় নিতে হয়। শেষ ষোলো ও শেষ আটের ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে প্রথম একাদশ থেকে বাদ দিয়ে বিতর্কে জড়ান ফার্নান্দো সান্তোস। সমর্থকদের সমালোচনার মুখেও পড়তে হয় তাদের।
বৃহস্পতিবার বিকেলে রোমার একটি প্রশিক্ষণ শিবিরের জন্য দক্ষিণ পর্তুগালে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হন মরিনহো। জাতীয় দলের দায়িত্ব নেওয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, মরিনহো কোনও মন্তব্য করেননি। ইউরো ২০২৪ এর জন্য যোগ্যতা অর্জন মার্চ মাসে শুরু হতে চলেছে। মরিনহো ছাড়াও এগিয়ে রয়েছেন পর্তুগিজ কোচ রুই জর্জ (অনূর্ধ্ব-২১), আবেল ফেরেইরা (পালমেইরাস), পাওলো ফনসেকা (লিলে), রুই ভিটোরিয়া (মিশর) এবং জর্জে জেসুস (ফেনারবাহেস)।
৫৯ বছর বয়সী মরিনহো এখনও আন্তর্জাতিক পর্যায়ে কোচিং করেননি কিন্তু ইউরোপের কিছু হেভিওয়েট ক্লাবে তার দুর্দান্ত রেকর্ড রয়েছে। তিনি দুইবার পোর্তো, চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড দলের দায়িত্বে ছিলেন। মরিনহো চেলসির হয়ে তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা, ইন্টারে দুটি সিরি ‘এ’ মুকুট এবং রিয়ালে একটি লিগ শিরোপা জিতেছেন। চলতি বছরের মে মাসে, তিনি রোমাকে ইউরোপা কনফারেন্স লিগের শিরোপা জিতিয়েছিলেন, এটি ক্লাবের প্রথম বড় ইউরোপীয় ট্রফি।