।। প্রথম কলকাতা ।।
Indore Temple Collapse: মধ্য প্রদেশের ইন্দোরে (Indore) রাম নবমীতে একটি বড় দুর্ঘটনা ঘটেছে। স্নেহ নগরের কাছে প্যাটেল নগরের শ্রী বেলেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে (Beleshwar Mahadev Jhulelal Temple) স্টেপওয়েলের ছাদ ধসে পড়ার পর ২৫ জনেরও বেশি লোক স্টেপওয়েলে পড়ে যায়। কূপে পড়ে যাওয়া মানুষকে বাঁচানোর চেষ্টা চলছে। ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করে ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স। কয়েক জনকে কোনো ভাবে বের করা হয়। ঘটনার পর আহতদের স্বজনরা অসহায়।
‘এবিপি নিউজ’ ( হিন্দি) এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান গোটা ঘটনার উপর কড়া নজর রাখছেন। উদ্ধার অভিযানের বিষয়ে কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নিচ্ছেন। পৌর কর্পোরেশনের জেসিবি ভিতরে পৌঁছেছে বলে জানা গিয়েছে। মন্দিরের একটি দেয়াল ভেঙে গেছে। দেয়াল থাকায় লোকজনকে সরিয়ে নিতে বেশ সমস্যা তৈরি হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৭ জনকে স্টেপওয়েল থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়াও আরো ১৩ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। বাকিদের উদ্ধারে দ্রুত তৎপরতা চলছে।
কর্মকর্তারা জানিয়েছেন, প্যাটেল নগরের মন্দিরে দুর্ঘটনার পর ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করা হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী জানান, ধর্মীয় অনুষ্ঠান চলাকালে মন্দিরের প্রাচীন সোপানটির ছাদে ভক্তদের প্রচুর ভিড় জমেছিল এবং ছাদটি বেশি লোকের ভার বহন করতে পারেনি। তাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।
এবিপি নিউজের সাথে কথা বলতে গিয়ে, ইন্দোরের বিজেপি সাংসদ শঙ্কর লালওয়ানি বলেছেন, প্রশাসনের দল দুর্ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। আটকে পড়াদের বের করে আনাই আমাদের অগ্রাধিকার। আমি জানি মন্দিরটি অনেক পুরনো মন্দির। এটা সত্য যে সোপানটি অনেক পুরানো, তবে কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা এখনই বলা কঠিন। আরও তদন্ত করা হবে তবে আপাতত অগ্রাধিকার প্রাণ বাঁচানো। এ পর্যন্ত ৬ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।
Madhya Pradesh | Many feared being trapped after a stepwell at a temple collapsed in Patel Nagar area in Indore.
Details awaited. pic.twitter.com/FeYUm7Oncf
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) March 30, 2023
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম