।। প্রথম কলকাতা ।।
মাঠে সোনার ফসল ফলান কিন্তু কৃষক ছাড়াও এই মানুষটির অন্য এক পরিচয় আছে। কেউ বিপদে পড়লে চুপ করে বসে থাকতে পারেন না। সে চেনা হোক বা অচেনা কেউ, চারদিকে যখন ডেঙ্গির বাড়াবাড়ি অকালে প্রাণ চলে যাচ্ছে কত মানুষের না পারেননি মুখ বুজে বাড়িতে বসে থাকতে চাষবাস মাথায় উঠেছে! ডেঙ্গি থেকে মানুষকে বাঁচাতেই হবে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে যা করছেন ইনি জানলে প্রণাম জানাবেন আপনিও। ঘরে ঘরে এখন জ্বর, সঙ্গে গায়ে-হাত-পায়ে ব্যথা। কিন্তু সঠিক সময়ে ডাক্তার দেখাতে যাচ্ছেন কি? বুঝতে দেরি করে ফেলছেন অনেকেই। সেই ভাবনা থেকেই অভিনব প্রচার শুরু করলেন বাংলার এই কৃষক।
ডেঙ্গির মশা সেজেই সচেতনতামূলক প্রচারে বেরিয়ে পড়েছেন পশ্চিম মেদিনীপুরের ত্রিনাঙ্কুর। চোখের সামনে ছদ্মবেশি ডেঙ্গির মশা দেখে চমকে উঠছে পথচলতি মানুষ। কেউ এগিয়ে ছবি তুলতে আসলে ত্রিনাঙ্কুর বলছেন জল জমতে দেবেন না, রাতে মশারি ব্যবহার করুন, জ্বর হলেই স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন, রক্ত পরীক্ষা করুন একপায়ে দাঁড়িয়ে থেকে এভাবে মশা সেজে প্রচার চালানো ভীষণ কষ্টের। মোটা জামা পড়ে দম বন্ধ লাগে অনেকসময় কিন্তু মানুষকে বাঁচাতে সব কষ্ট সহ্য করতে রাজি ত্রিনাঙ্কুর। করোনা পরিস্থিতি যখন প্রচন্ড খারাপ হয়েছিল তখনও রাস্তায় নেমে প্রচার করেছিলেন তিনি।কখনও বা প্লাস্টিক ব্যবহার বন্ধে এগিয়ে আসেন। কখনও সাইকেল নিয়ে, কখনও আবার পায়ে হেঁটে কয়েক বছর ধরে নানা ধরনের সচেতনতা প্রচারে বেরিয়ে পড়ে ত্রিনাঙ্কুর।
প্রতি দিনই বহু মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন মৃত্যুর সংখ্যাও নেহাত কম নয়। উত্তর ২৪ পরগনায় প্রতি বছরই ডেঙ্গির প্রকোপ দেখা যায়। অন্যান্য বারের তুলনায় এ বারে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেশি। নিজের জেলাকেও নিয়ে চিন্তিত ত্রিনাঙ্কুর। তাই এই অভিনব পরিকল্পনা। ত্রিনাঙ্কুরেরর মতো মানুষরা নিজেদেরকে নিয়ে ভাবে না। মানুষের জন্য চিন্তা করে। তাই দিন রাত পথে ঘুরে ঘুরে এই কাজ করছেন। এদের কথা শুনু। সতর্ক হন। নাহলে একটা মশা আপনারও প্রাণ কাড়তে পারে যখন তখন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম