।। প্রথম কলকাতা ।।
Calcutta Police Club: আগামী ৪ ফেব্রুয়ারি কলকাতা পুলিশ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে এক ম্যারাথন প্রতিযোগিতার। ম্যারাথনটি হবে রেড রোডে। সময় ভোর ৫ টা। ম্যারাথন প্রতিযোগিতাটির নাম রাখা হয়েছে ‘আমার কল্লোলিনী কলকাতা আমার ম্যারাথন ২০২৪’। এই ম্যারাথনের সঙ্গে যুক্ত হয়েছে নব-নালন্দা গ্রুপ অফ স্কুলস। এই ম্যারাথনে অংশগ্রহণ করবে অন্যান্য স্কুলও। এই ম্যারাথন দৌড়ের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ইতিমধ্যেই ওয়েবসাইটে বহু স্কুল আবেদন করেছে।
ভবিষ্যতে আরও অনেক স্কুল এর সঙ্গে যুক্ত হবে এমনটাই আশা উদ্যোক্তাদের। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের মধ্যে স্পোর্টস আক্টিভিটি বাড়ানোর জন্য মূলত এর আয়োজন করা হচ্ছে।আসল প্রাপ্তি হল হার-জিতের ঊর্ধ্বে বাচ্চাদের এই দৌড়ে অংশগ্রহণই। এই ম্যারাথন দৌড়ের মূল উদ্দেশ্য ছোটদের আনন্দ দেওয়া।
এই ম্যারাথনে অংশগ্রহণ করতে পারবে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা। যে সব ম্যারাথন প্রতিযোগীরা দৌড় শেষ করতে পারবে তাদের পুরস্কারও দেওয়া হবে। এছাড়া বিজয়ী ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে সর্বোচ্চ প্রাইজ মানি রয়েছে ৩০ হাজার টাকা। আর বড়দের অর্থাৎ অভিভাবকদের ক্ষেত্রে সর্বোচ্চ প্রাইজ মানি রয়েছে ৭০ হাজার টাকা।
প্রসঙ্গত, কলকাতা পুলিশের এথলেটিক ক্লাবের উদ্যোগে এর আগে ‘কলকাতা উইমেন ম্যারাথন ২০২৩’ এর আয়োজন করা হয়েছিল। যা ব্যাপক সাড়া ফেলেছিল। সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে এবারের ‘আমার কল্লোলিনী কলকাতা আমার ম্যারাথন’।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম