।। প্রথম কলকাতা ।।
FB Glitch: ২৪ ঘন্টার মধ্যে কিছু ঘন্টা সকলেই কমবেশি সোশ্যাল মিডিয়াতে কাটান। কোন কাজ না থাকলে হাতের ফোন খুলে ফেসবুক, ইনস্টাগ্রাম, ট্যুইটার সবকটাতেই একবার করে ঢুঁ মেরে আসা হয়ে যায়। শনিবার উইকেন্ডে অনেকেরই হয়তো কাজের চাপ কম থাকার কারণে সেই খালি সময় ফেসবুক (Facebook) স্ক্রল করেই কাটাচ্ছিলেন। কিন্তু তেমন সময় একটি ব্যাপার আসে নজরে। যার ফলে রীতিমতো ঘাবড়ে যান নেট নাগরিকরা। ফ্রেন্ড লিস্টে থাকা অন্য করা প্রোফাইল খুললেই নিজের instagram আইডি দেখাচ্ছে। আর ফেসবুক বায়োতে (Facebook Bio) থাকা সেই লিংকে ক্লিক করলেই খুলে যাচ্ছে নিজের instagram । এমনকি বায়োটাও পুরোপুরি এক। ব্যাপারটা ঠিক কী হচ্ছে?
এমন কাণ্ড দেখেই বহু মানুষ তার স্ক্রিনশট করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা শুরু করেন। প্রথমে তাঁরা ভাবেন হয়তো কোনোভাবে হ্যাক করা হয়েছে তাঁর Instagram। কিন্তু পরবর্তীতে বোঝা যায় একসাথে সকলের আইডি হ্যাক করা সম্ভব নয়। কাজেই ব্যাপারটা ফেসবুকের কোন গ্লিচ হতে পারে। কিন্তু এখনও পর্যন্ত ফেসবুক ও Instagram এর মালিক সংস্থা মেটার (Meta) তরফ থেকে এই সম্বন্ধিত কোন তথ্য দেওয়া হয়নি। কিন্তু নেটিজেনদের আগ্রহ কিছুতেই কমছে না। অন্যের প্রোফাইলে নিজের instagram অ্যাকাউন্টের লিংক দেখতে পেয়ে প্রথমটাই ঘাবড়ে গেলেও পরবর্তীতে বেশ মজাই পেয়েছেন তাঁরা।
ফেসবুকে এর আগেও বিভিন্ন ধরনের গ্লিচ (Glitch) দেখা গিয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে ফলোয়ার কমে যাওয়া, রিচ ডাউন হয়ে যাওয়ার মতো সমস্যায় ভুগছেন ফেসবুক ব্যবহারকারীরা। এটাও তেমনই কোন প্রযুক্তিগত গণ্ডগোল বলে মনে করছেন তাঁরা। যা কিছু সময় পরে ঠিক হয়ে যাবে এমনটাও আশা রাখা হচ্ছে। তবে শুধুমাত্র ভারতীয়দের জন্য নয়, গোটা বিশ্বজুড়েই নাকি শনিবার এমন অদ্ভুত ঘটনা ঘটতে দেখা গিয়েছে। নিজের টিকটক অ্যাকাউন্ট অন্য কারও অন্য ইন্সটাগ্রামে লক্ষ্য করেছেন বহু ভিনদেশী। সাহায্য চেয়ে পোস্টও করেছেন তাঁরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম