।। প্রথম কলকাতা ।।
শুরু হয়ে গেছে বিশ্বকাপের মহারণ। আগামী ৭তারিখ ধর্মশালায় আফগানিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করবে বাংলাদেশ। আর তার আগেই বিতর্কিত মন্তব্য করলেন সাকিব আল হাসান! একটি ফেসবুক পোস্টে তিনি লেখেন, এই মুখ আর দেখাবো না। সাকিবের এই পোস্টের পরেই শুরু হয় জোর চর্চা। কেন এমন মন্তব্য করলেন বাংলাদেশ অধিনায়ক? এই একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মধ্যে।
চলতি বিশ্বকাপ টুর্নামেন্ট শুরুর আগেই বাংলাদেশ ক্রিকেট দল ঘোষণা নিয়ে বিতর্ক কম হয়নি। এবারের বিশ্বকাপ স্কোয়াডে বাংলাদেশ দলের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালকে জায়গা দেয়নি টিম ম্যানেজমেন্ট। শোনা যায় সাকিবের অঙ্গুলিহেলনেই নাকি দল থেকে বাদ দেওয়া হয়েছে তামিম ইকবালকে। তামিম ইকবালকে দলে না নেওয়া নিয়ে দুভাগে বিভক্ত হয়েছে বাংলাদেশ ক্রিকেট। তামিম ইস্যুতে সাকিব সহ বাংলাদেশের বোর্ডের দিকে ধেয়ে এসেছে সমালোচনার তীর। বাংলাদেশ সমর্থকরাও এই ঘটনায় নিন্দায় সরব হয়েছেন। যদিও পরে জানা যায় ব্যাটিং অর্ডার নিয়ে সমস্যার কারণে বাদ পড়তে হয় তামিম ইকবালকে। শুধু তাই নয় বিশ্বকাপের আগে লিটন দাসকে সহ-অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
সাকিবের এই ফেসবুক পোস্টের পরেই অনেকে তামিম ইস্যুর সঙ্গে মিলিয়ে দিতে চাইছেন। অনেকে বলছেন সাকিব নিজের আত্মগ্লানি থেকেই এই পোস্টটি করেছেন। তামিমকে বাদ দেওয়ার পর হয়তো নিজের ভুল বুঝতে পেরে এই কথাটি লিখেছেন। যদিও বিষয়টি আদতে তা নয়। জানা যায় তিনি পুরুষদের একটি প্রসাধনী সামগ্রীর হয়ে বিজ্ঞাপনের জন্য এই পোস্ট করেছেন। এটি একটি শেভিং ক্রিমের বিজ্ঞাপন। সাকিবের এই ফেসবুক পোস্টের মধ্যে কোন গোপন বিষয় নেই।
এবার বিশ্বকাপের আগে কোনও দল যদি সবথেকে খারাপ অবস্থায় থাকে সেটা হল বাংলাদেশ। এশিয়া কাপে মাত্র একটা ম্যাচে জয় পেয়েছে তারা, তাও আবার নেপালের বিরুদ্ধে। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে পরাজিত হতে হয় সাকিববাহিনীকে। বিশ্বকাপের দুটো ওয়ার্ম আপ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে একটায় জিতেছে আর একটায় হেরেছে তারা। তারউপর গোদের উপর বিষফোঁড়া সাকিবের চোট। বাংলাদেশের দুটি প্রস্তুতি ম্যাচের একটিতেও মাঠে নামতে দেখা যায়নি বাংলাদেশ অধিনায়ককে। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে তিনি নামতে পারবেন কিনা সেই নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম