।। প্রথম কলকাতা ।।
F-22: কিছুদিন আগেই আমেরিকার আকাশে দেখা গিয়েছিল চিনা স্পাই বেলুন। যাকে ঘিরে তীব্র চঞ্চল্য ছড়ায়। তার রেশ কাটতে না কাটতেই আবার শুক্রবার আলাস্কায় (Alaska) ৪০ হাজার ফুট উঁচুতে একটি সন্দেহজনক বস্তুকে (Suspicious Flying Object) উড়তে দেখা যায়। হোয়াইট হাউজের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয় এই ঘটনার কথা। সপ্তাহ খানেক আগেই যেখানে চিনা স্পাই বেলুনের গতিবিধিকে কেন্দ্র করে বেজিংয়ের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন থিত হয়নি, সেখানে আলাস্কার ঘটনা ফের নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।
এদিন জনজাতির কথা ভেবে ওই বস্তুটিকে মুহূর্তেই গুলি করা হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জো বাইডেন (Joe Baiden) ওই বস্তুটিকে নিচে নামানোর নির্দেশ দেন। কারণ যে উচ্চতায় সেটি ছিল, সেখান থেকে অসামরিক বিমান যাতায়াত করে। কিন্তু কেন সেটি উড়ছিল? তা জানা যায়নি। প্রতিবেদন অনুযায়ী হোয়াইট হাউজের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, বস্তুটি খুবই ছোট ছিল। ছোট একটি গাড়ির আকারের কোনও কিছু ছিল এটি। পেন্টাগন জানিয়েছে, এফ-২২ যুদ্ধবিমান বস্তুটিকে ধ্বংস করতে ছুটে যায় এবং AIM-9X মিসাইল ছুড়ে তা ধ্বংস করে।
কী এই F22 যুদ্ধবিমান? কী সুবিধা রয়েছে এই বিমানে?
২ ইঞ্জিন বিশিষ্ট এই বিমানকে মূলত শত্রুপক্ষের বিমান, সেনা ছাউনি, রাডার, বিমানবন্দরের রানওয়ে উড়িয়ে দেওয়ার মতো কাজে ব্যবহার করে মার্কিন বায়ু সেনা। সাল ২০০৫, সেই থেকে এই জেট ব্যবহার করে আসছেন আমেরিকার ফাইটার পাইলটরা। পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমান একসঙ্গে একাধিক মিসাইল নিয়ে মিশনে রওনা হতে পারে। সেইসঙ্গে ১৮ হাজার ফিটেরও বেশি উচ্চতায় উঠতে পারে এফ-২২। পাশাপাশি মাথায় রাখা হয়েছে এর ডিজাইনের দিকেও। এটির ডিজাইন এমনভাবে করা হয়েছে যে, অতি সহজে রাডারে ধরা পড়ে না। যার কারণে শত্রুপক্ষের চোখে ধুলো দিতে সহজ হয়।
এই যুদ্ধবিমানে ‘এয়ার টু গ্রাউন্ড’ এবং ‘এয়ার টু এয়ার মিসাইল’ রয়েছে। এই বিমানের গতির সঙ্গে পাল্লা দিতে পারে খুব কম বিমানই রয়েছে। প্রথমে এর ডিজাইন ছিল একরকম, কিন্তু পরবর্তীতে তাতে পরিবর্তন আনা হয়েছে। আজ আলাস্কার উত্তর উপকূলের কাছে ওই উড়ন্ত বস্তুকে ধ্বংস করতে এই F22কেই বেছে নিয়েছে জো বাইডেনের বাহিনী। এমনকি এক সপ্তাহ আগে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ ক্যারোলিনার উপকূলের কাছে আটলান্টিক মহাসাগরে যে চীনা গুপ্তচর বেলুন ধ্বংস করা হয়েছিল, তাতেও কাজে লাগানো হয়েছে এই এফ-২২’কে। এদিন আলাস্কার উপর অজ্ঞাত বস্তুর ধ্বংস হওয়া জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন তুলেছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম