।। প্রথম কলকাতা ।।
Weather update: দক্ষিণ বঙ্গে আজও চরম অস্বস্তি বজায় থাকবে, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও আপাতত তা থমকে রয়েছে।
৩১ মে থেকে একই জায়গায় রয়েছে মৌসুমী অক্ষরেখা। চলতি সপ্তাহে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বর্ষা আসার সম্ভাবনা নেই, আগামী সপ্তাহে দক্ষিণে বর্ষা ঢুকতে পারে বলে মত আবহাওয়াবিদদের। দক্ষিণ বঙ্গে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার পূর্বাভাস।
সকাল থেকেই কলকাতায় গুমোট অস্বস্তিকর গরমে নাজেহাল মানুষ। বেলা যত বাড়বে ততই অস্বস্তি বাড়বে বলে পূর্বাভাস। তবে বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। আগামী ২৪ ঘন্টায় কলকাতায় তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৩০ ডিগ্রির মধ্যে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম