।। প্রথম কলকাতা ।।
Extra Class In School: রৌদ্রদেবের প্রবল তাপে পুড়ছে গোটা রাজ্য। বঙ্গে এখনও বৈশাখ না আসলেও, উত্তর থেকে দক্ষিণ নাজেহাল অবস্থা সর্বত্রই। যত বেলা বাড়ছে ততই রাস্তাঘাট কার্যত সুনসান হয়ে যাচ্ছে। দুপুরে হু হু করে বইছে ‘লু’। চৈত্রের দহনজ্বালা থেকে রেহাই নেই আপাতত। পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রা। শুষ্ক আবহাওয়া এবং অস্বস্তিকর গরম, এই দুইয়ের জেরে কাহিল দুই বঙ্গ।
আর এই পরিস্থিতে স্কুলগুলিতে প্রাথমিক ভাবে আগামী ২৪ মে থেকে গরমের ছুটি পড়ার কথা ছিল। তবে, রাজ্যজুড়ে তাপপ্রবাহের কারণেই ছুটি ২২ দিন এগিয়ে এসেছে। অর্থাৎ ২৪ মে এর জায়গায় আগামী ২ মে থেকেই পরবে গরমের ছুটি। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশেই গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর।
বৃহস্পতিবার স্কুল শিক্ষা দপ্তরের তরফে মধ্যশিক্ষা ও প্রাথমিক শিক্ষা পর্ষদের (WBBPE) সভাপতিকে চিঠি পাঠিয়ে ২ মে থেকে স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, স্কুল কবে খুলবে, তা ফের বিজ্ঞপ্তি জারি করে জানানো হবে। অনির্দিষ্টকালীন গরমের ছুটিতে পঠনপাঠন সংক্রান্ত যে ক্ষতি হবে, তা অতিরিক্ত ক্লাস নিয়ে সম্পুর্ন্ন করার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের।
প্রসঙ্গত, স্কুল বন্ধ হওয়ার কারণে পঠনপাঠনের যাতে কোনো খামতি না থাকে সেই কারণে সেই খামতি মেটাতে স্কুল খুললে অতিরিক্ত ক্লাস নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কোন শ্রেণীর জন্য কোন সময় এক্সট্রা ক্লাস সেই সম্পর্কিত তথ্য এখনো পাওয়া যায়নি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম