।। প্রথম কলকাতা ।।
Weather update: বুধবার সকাল থেকেই আকাশের মুখ ভার। মঙ্গলবারের মতো আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। তবে আজ বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণে বর্ষা ঢুকতে আরও তিন-চারদিন সময় লাগবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী বুধবারেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার কথা। কিন্তু সেই আশায় জল ঢেলেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। সেক্ষেত্রে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে দক্ষিণ বঙ্গবাসীকে।
আজ দক্ষিণ বঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বীরভূম, নাদিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। তবে ঝড়ের গতিবেগ বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া সহ দুই বর্ধমানে। তবে আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ কিছুটা নামতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।
অন্যদিকে আজও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে মালদা সহ দুই দিনাজপুরে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম