।। প্রথম কলকাতা ।।
Jadavpur University Convocation: উপাচার্য বুদ্ধদেব সাউয়ের উপস্থিতিতে সমাবর্তন অনুষ্ঠান হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University)। এককথায় রাতভর চূড়ান্ত নাটকের পর নির্ধারিত সূচি মেনেই হল এই সমাবর্তন অনুষ্ঠান। যাদবপুরের গতকাল রাতেই রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস অন্তবর্তী উপচার্য বুদ্ধদেব সাউকে পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। তারপরেই আজকের সমাবর্তন আদেও হবে কী না তা নিয়ে তৈরি হয়ে গিয়েছিল চূড়ান্ত অনিশ্চয়তা। শুধু তাই নয়, যাদবপুরে আচার্যের অনুমতি ছাড়াই সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন আগেই হয়ে গিয়েছিল। পৌরহিত্য কে করবেন! সেই নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। অবেশেষে তড়িঘড়ি বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয় অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকবেন বুদ্ধদেব সাউই।
ভবিষ্যতে যাতে ডিগ্রি নিয়ে আইনি জটিলতা না হয়, তার জন্য অনুষ্ঠান পরিচালনা করেন সহ উপাচার্য অমিতাভ দত্ত। অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব উপাচার্য নিজে ঘোষণা করে তুলে দেন সহ-উপাচার্যকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোর্টের বৈঠকের পর শুরু হল শংসাপত্র প্রদান অনুষ্ঠান। নির্ধারিত সময়ের কিছুটা পরে সেখানে পৌরোহিত্য করলেন রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। সহ-উপাচার্য অমিতাভ দত্ত পড়ুয়াদের হাতে তুলে দেন শংসাপত্র। পাশেই বসে থাকেন বুদ্ধদেব সাউ।
প্রসঙ্গত, রাজভবনের তরফে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য পদ থেকে শনিবার রাতে সরানো হয় বুদ্ধদেব সাউকে। সমাবর্তন নিয়ে জটের মাঝেই এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। জানা গেছে, আজকের সমাবর্তনে পড়ুয়াদের হাতে যে শংসাপত্র তুলে দেওয়া হচ্ছে, তাতে উপাচার্য হিসাবে সই রয়েছে বুদ্ধদেবের। কিন্তু বুদ্ধদেব সাউকে অপসারণ করা হয়েছে, এই পরিস্থিতিতে শংসাপত্র পরে বদলও করতে হতে পারে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম