।। প্রথম কলকাতা ।।
Weather update: ডিসেম্বরে শেষ দিকে এসেও সেভাবে থিতু হতে পারছে না শীত। এমনকি বড়দিনেও সেভাবে পারদ পতনের কোনো সম্ভাবনা নেই। বুধবার সকালে কিছুটা হলেও কমেছে তাপমাত্রা। আবার অন্য দিকে পশ্চিমের জেলাগুলিতে শীতের (Winter) আমেজ একটু বেশি।
আগামী ৪৮ ঘণ্টায় ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গের মালদা এবং দিনাজপুরে। জাতীয় সড়কসহ অন্য রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। দৃশ্যমানতা অনেকটাই কমবে দুই জেলায়। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বেলা গড়াতে পরিষ্কার হবে আকাশস(Sky)।
শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে রাজ্যে। বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে। এর ফলে জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গে। শনি ও রবিবার আংশিক মেঘলা থাকবে উপকূল অঞ্চলের আকাশ। জলীয় বাষ্প বেশি থাকায় কুয়াশা বাড়বে। ২৫ ডিসেম্বর বড়দিনে আরো বাড়বে তাপমাত্রা। স্বাভাবিকের উপরে দিন ও রাতের তাপমাত্রা থাকায় কার্যত উষ্ণতাতেই কাটবে বড়দিন।
হাওয়া অফিস জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। আরব সাগরে নিম্নচাপ ক্রমশ দূরে সরে যাচ্ছে। বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ রয়েছে যেটি আরো শক্তিশালী হয়ে শ্রীলঙকা এবং তামিলনাড়ু উপকূলের কাছাকাছি অবস্থান করবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম