।। প্রথম কলকাতা ।।
Weather Update Today: বর্ষশেষে জেলায় জেলায় সেভাবে অনুভূত হবে না শীত । নতুন বছরে ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গে ফিরবে না শীত। তবে দু’দিন হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে গাঙ্গেও পশ্চিমবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলির ভোরের আকাশে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৩ ডিগ্রি বেশি। হাওয়া অফিস সূত্রে খবর, আজ মেঘহীন থাকবে কলকাতার আকাশ। আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত আবহাওয়া শুকনো থাকবে। রাতের দিকেও তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না আগামী কয়েকদিন। তবে আগামী দিনগুলিতে প্রায় প্রত্যেকটি জেলাতেই কোনও না কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। দক্ষিণবঙ্গে প্রধানত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা নতুন বছরের ৪ এবং ৫ তারিখ। হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলির মধ্যে কয়েকটি জায়গায়। হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পের পরিমাণ ৪-৫ তারিখ নাগাদ খুব বাড়ার সম্ভাবনা রয়েছে ও উত্তর-পশ্চিম দিক থেকে হওয়ার ঢুকবে, তার ফলে এই বৃষ্টি ও মেঘলা আকাশ থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে যদি নজর দেওয়া যায়, তাহলে দেখা যাবে নতুন বছরের শুরুতে তুষারপাত হতে পারে সান্দাকফু-সহ দার্জিলিঙের উঁচু এলাকায়। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পঙে।এমনিতেই ভালো মতো ঠান্ডার দাপট রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ফের একবার পাহাড়নগরী দার্জিলিঙে পড়তে পারে বরফ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম