।। প্রথম কলকাতা ।।
Turkey Earthquake: তুরস্কের(Turkey) চরম বিপদেও অমানবিক পাকিস্তান(Pakistan)! ভারতীয় বিমান তুরস্ককে সাহায্য করতে এগিয়ে গেলেও আকাশ পথ ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান। যার কারণে ভারতীয় বিমানকে ঘুরপথে তুরস্কে যেতে হয়েছে। অথচ এই তুরস্ক পাকিস্তানের বন্ধুরাষ্ট্র। পাকিস্তান এই মৃত্যু মিছিলের মাঝেও শত্রুতা বজায় রাখতে ছাড়ল না। ভয়াবহ ভূমিকম্পে (Earthquake) তুরস্ক রীতিমত মৃত্যু উপত্যকা। নিহতের সংখ্যা প্রায় চার হাজারের বেশি। আশঙ্কা করা হচ্ছে, মৃত্যুর সংখ্যা ২০ হাজারে পৌঁছাতে পারে।
তুরস্ক থেকে ভূমিকম্পের বিপর্যয়ের খবর আসতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহায্যের আশ্বাস দিয়েছিলেন। সেই অনুযায়ী জাতীয় বিপর্যয়ের মোকাবিলা বাহিনীর দুটি দল উদ্ধার কাজের জন্য তুরস্কের উদ্দেশ্যে রওনা দেয়। অথচ সেই বিমানকে আকাশ পথ ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান। যার কারণে ভারতীয় বিমানকে ঘুর পথে পৌঁছাতে হয়েছে। যদি পাকিস্তানের আকাশ পথ ব্যবহার করা হত তাহলে অত্যন্ত কম সময়ে ভারতীয় বায়ুসেনার সি-১৭ বিমান তুরস্কে পৌঁছে যেত।
পাকিস্তান কখনোই ভারতীয় বিমানকে নিজেদের আকাশ পথ ব্যবহারের অনুমতি দেয় না। এর আগেও ভারতের বিমানকে পাকিস্তান নিজেদের আকাশ পথ ব্যবহারের অনুমতি দেয়নি। একবার আফগানিস্তানের গম নিয়ে যাওয়ার সময় পাকিস্তান একই ভাবে বাধা তৈরি করেছিল। ভারতের যে উদ্ধারকারী দল তুরস্কের দিকে রওনা দিয়েছে সেখানে রয়েছে প্রায় ৮৯ জনের একটি বিশেষ দল। দলটিতে রয়েছে অস্থি বিশেষজ্ঞ, শল্য চিকিৎসক থেকে শুরু করে ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞরা। এছাড়াও রয়েছে অক্সিজেন প্ল্যান্ট, কার্ডিয়াক মনিটর, এক্স রে মেশিন, ভেন্টিলেটর প্রভৃতি।
ঠিক এক বছর আগে তুরস্ক পাকিস্তানকে খুশি করতে গিয়ে চীনের ফাঁদে পড়েছিল। ভারত তুরস্কের গভীর সম্পর্কে সেই সময় ছেদ পড়ে। তুরস্ক পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বকে ঝালিয়ে নেয়। এমনকি পাকিস্তানকে খুশি করতে তুরস্ক আন্তরাষ্ট্রীয় সভায় কাশ্মীরের প্রসঙ্গে পাকিস্তানের হয়ে সওয়াল করেছিল। করোনাকালে তুরস্ক ভ্যাকসিন ভারতের থেকে না নিয়ে চীনের থেকে নেয়। ২০২১ এর ফেব্রুয়ারি মাসে তিন সপ্তাহব্যাপী তুরস্ক আর পাকিস্তানের মধ্যে চলে যৌথ সামরিক মহড়া। যার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও পাকাপোক্ত হয়ে ওঠে। বলা হয় পৃথিবীর ১০ টি অন্যতম দেশের তালিকায় রয়েছে তুরস্ক, যারা নিজেদের সক্ষমতায় অনায়াসে যুদ্ধজাহাজ তৈরি, নকশা থেকে শুরু করে রক্ষণাবেক্ষণের কাজ করে থাকে। তুরস্কের অন্যতম বন্ধু রাষ্ট্রের তালিকায় রয়েছে পাকিস্তান। অথচ সেই পাকিস্তান পরোক্ষভাবে উদ্ধার কাজে বাধা দিল। আশা করা হয়েছিল, মানবিকতার খাতিরে পাকিস্তান ভারতীয় বিমানকে তুরস্কে যাওয়ার জন্য আকাশ পথ ব্যবহারের অনুমতি দেবে, কিন্তু এমনটা হল না। পাকিস্তান রইলো পাকিস্তানের জায়গাতেই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম