।। প্রথম কলকাতা।।
Maternity Fashion: গর্ভাবস্থায় মহিলাদের শরীরের ধীরে ধীরে পরিবর্তন লক্ষ্য করা যায় , যা একেবারেই স্বাভাবিক । তবে এই পরিবর্তন অনেক মহিলার কাছেই খানিকটা হতাশা নিয়ে আসে । কারণ প্রায় বছরখানেকের মতো নিজেদের পছন্দের পোশাকগুলি হাতছানি দিলেও সেদিকে ফিরে যাওয়া যায় না । কিন্তু তাই বলে কি ট্রেন্ডিং ফ্যাশন থেকে সরে দাঁড়ালে চলবে ? প্রেগন্যান্ট মহিলাদের ফ্যাশনেও বর্তমানে বিভিন্ন কমফোর্ট পোশাক পাওয়া যায়। এমনকি বেশকিছু ব্র্যান্ড রয়েছে যারা শুধুমাত্র মেটারনিটি ফ্যাশন নিয়েই কাজ করছেন।
গর্ভাবস্থায় চিকিৎসকরা হবু মায়েদের খুব বেশি ফিটিংসের জামা কাপড় না পড়ার পরামর্শ দিয়ে থাকেন। কারণ অনেক ক্ষেত্রেই শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয়। তার উপরে ফিটিং জামা কাপড় বুকে এবং পেটে চাপ সৃষ্টি করতে পারে। তাই ঢিলেঢালা পোশাক পরাই শ্রেয় প্রেগন্যান্ট মহিলাদের জন্য। তবে ঢিলেঢালা বলতে একেবারে সাদামাটা নয়, ট্রেন্ডিং প্রিন্ট এবং ট্রেনিং মেটেরিয়ালে তৈরি মেটারনিটি পোশাকের চাহিদা বর্তমানে বিপুল।
হবু মায়েদের পোশাকের জন্য রইল কিছু টিপস :
১) অন্তঃসত্ত্বা মহিলারা জিন্স পড়তে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করেন না। চিকিৎসকদের তরফ থেকেও জিন্স পড়তে বারণ করা হয়। কিন্তু বর্তমানে তাদের আরামের কথা মাথায় রেখেই বেশ কিছু ইন্টারন্যাশনাল মেটারনিটি ব্র্যান্ড জিন্স তৈরি করেছে। যা সাধারণ জিন্সের থেকে কিছুটা দামি হলেও পড়ে মিলবে ভীষণ আরাম।
২) গর্ভাবস্থায় সুতি কিংবা রেয়ন কাপড়ের পোশাক এক কথায় লাইফ সেভার। কারণ এই ধরনের পোশাক পরলে বেশ আরাম পাবেন হবু মায়েরা। এখন প্রেগন্যান্সি ফটোশ্যুটের চল ভীষণভাবে দেখা যায়। সে ক্ষেত্রে রেয়ন কাপড়ের ফ্লোরাল প্রিন্টের গাউন কিন্তু রয়েছে তালিকার শীর্ষে। এছাড়াও অ্যানিম্যাল প্রিন্ট, ইক্কতপ্রিন্ট এবং খাদি কাপড়ের কাফতান বা গাউন যেমন নজরকাড়া তেমনি ট্রেন্ডি।
৩) যে সকল মহিলারা নিয়মিত অফিস যাচ্ছেন প্রেগন্যান্সিতে তাদের পছন্দের তালিকায় রয়েছে এ- লাইন স্কার্ট, প্রিন্টেড স্কার্ট, সুতি কিংবা লিলেনের কুর্তি সহ লেগিংস।
৪) এছাড়াও ব্রাঞ্চ কিংবা ডিনারে বাইরে গেলে লং বা শট ড্রেস খুবই আরামদায়ক প্রেগন্যান্ট মহিলাদের জন্য। এতে পেটের উপর কোন চাপও সৃষ্টি হবে না । আর লেয়ারিং করার জন্য যদি উপরে পড়ে নেওয়া হয় মানানসই একটি জ্যাকেট তাহলেই পেয়ে যাওয়া যাবে একটি কমপ্লিট লুক । তবে বেরোনোর আগে পায়ের কমফোর্ট মাথায় রেখে স্নিকার্স পড়তে কিন্তু ভুলবেন না।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম