।। প্রথম কলকাতা ।।
Salman Khan: কয়েক বছর ধরেই জল্পনা শোনা যাচ্ছিল কলকাতায় আসতে চলেছেন বলিউড অভিনেতা সালমান খান। অবশেষে সেই জল্পনা সত্যি হতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে ১৩মে কলকাতায় পা রাখতে চলেছেন ‘ভাইজান’। দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ইস্টবেঙ্গলের (Eastbengal) শতবর্ষ উদযাপন উপলক্ষে মঞ্চ মাতাতে শহরে আসছেন সালমান খান। সালমানের সঙ্গে ইস্টবেঙ্গলের জমকালো অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন একঝাঁক বলিউড তারকা।
যদিও এই ব্যাপারে সরকারিভাবে কিছু জানানো হয়নি। প্রাথমিক পর্যায়ে কথাবার্তা হয়েছে বলে জানা গেছে। যদিও কলকাতা ময়দানে এর আগেও এসেছেন ‘ভাইজান’। মহামেডান ক্লাবের এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। এবার তিনি আসতে চলেছেন ইস্টবেঙ্গল তাঁবুতে। ২০২০ সাল ছিল ইস্টবেঙ্গলের শতবর্ষ। ক্লাবের শতবর্ষ উদযাপন উপলক্ষে অনেক দিন ধরেই সালমান খানকে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু করোনা মহামারীর কারণে তা সম্ভব হয়ে ওঠেনি।
বেশ কয়েক বছর আগে সিনেমার প্রমোশনে ইস্টবেঙ্গল মাঠে এসেছিলেন শাহরুখ খান। বলিউড সুপারস্টার অক্ষয় কুমারও এসেছেন লাল হলুদ তাঁবুতে। এবার ইস্টবেঙ্গল ক্লাবে আসতে চলেছেন ‘বজরাঙ্গি ভাইজান’। সলমনের সঙ্গে মঞ্চ মাতাবেন অভিনেত্রী পূজা হেগরে, সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা এবং পপতারকা গুরু রন্ধাওয়া। অর্থাৎ জমকালো অনুষ্ঠানের সাক্ষী থাকতে চলেছে তিলোত্তমা।
প্রসঙ্গত, কিছুদিন আগেই সালমান খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। আর তাই নিরাপত্তাজনিত কারণে এই অনুষ্ঠানটি স্থগিত করা দেওয়া। ইতিমধ্যেই জেলে গেছেন অভিযুক্ত। আপাতত কেটেছে জটিলতা। অনুষ্ঠান আয়োজনের তালিকায় একাধিক ভেন্যু থাকলেও আয়োজকরা নাকি ইস্টবেঙ্গল ক্লাবকেই বেছে নিয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম