।। প্রথম কলকাতা ।।
Bollywood: মনে আছে ‘আশিকি গার্ল’ অনুকে? এক মর্মান্তিক দূর্ঘটনা বদলে দিয়েছে তার জীবন। হারিয়েছেন কাজ, টাকা, হারিয়েছেন গ্ল্যামার, তবে তিনি হারিয়ে যাননি।ফিনিক্স পাখির মত জ্বলে গিয়েও ফিরে এসেছেন জীবনে। এক হার না মানা গল্প তিনি। তিনি অনু আগরওয়াল। মনে আছে সেই নায়িকাকে? জানেন আজ তিনি কোথায়? কথা দিচ্ছি, এই অদম্য অনুর গল্প শুনলে গায়ে কাঁটা দেবে আপনারও।
এক ছবি দিয়েই জাত চিনিয়েছিলেন তিনি। ‘ন্যাশনাল ক্রাশ’ শব্দবন্ধটি আবির্ভাব হওয়ার বহু আগেই জাতির মনে হিল্লোল তুলেছিলেন অনু আগরওয়াল। প্রথম ছবিতেই মিলেছিল নজিরবিহীন সাফল্য। ছবির প্লট থেকে গান, সবেতেই ছক্কা হাঁকিয়েছিল ‘আশিকি’। আর এই এক ছবিতেই বদলে গেছিল অনু আগরওয়ালের জীবনও। সেই সাথে লাইমলাইটে চলে এসেছিলেন বাংলার ছেলে কুমার শানু। কুমার শানু তো আজও বহাল তবিয়তেই রয়েছেন। কিন্তু সেই ‘আশিকি গার্ল’ অনু আজ কোথায়? কোথায় হারিয়ে গেলেন সেই নায়িকা? এই অভাগা নায়িকার করুন গল্প শুনেছেন কি? আজ শোনাবো আপনাদের।
মাত্র ২১ বছর বয়সে বলিউডে পা রেখেছিলেন অনু। প্রথম ছবিতেই করেছিলেন ধামাকা। তবে এক মর্মান্তিক দুর্ঘটনায় বদলে যায় তার জীবন। কেরিয়ার তো শেষ হলই, সেই সাথে হারিয়ে ফেলেন স্মৃতিও। রটনা তো এমনও ছিল যে, খেতে না পেয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন অনু। এমনকি অনুর বর্তমান ছবি দেখলে আপনিও দু’বার ভাববেন। ভাববেন এই অনুই সেই অনু তো?
হ্যাঁ, দূর্ঘটনার পর তাকে নিয়ে এসব চর্চাই চলে বিস্তর। আর এই চর্চার আড়ালে চাপা থেকে যায় তার হার না মানা জেদের গল্প। যে লড়াইয়ের কথা শুনলে কুর্নিশ জানাবেন আপনিও। আর আজ আমরা তার সেই অদম্য জেদ আর লড়াইয়ের গল্প শোনাবো। চলুন বরং শুরু থেকেই শুরু করা যাক।
ছোট থেকেই দারুণ মেধাবী ছিলেন অনু। সমাজবিজ্ঞানে গোল্ড মেডেলিস্ট অনু হঠাৎ করেই মডেলিং-এ পা রাখেন। এরপর ধারাবাহিক আর সেখান থেকে সোজা ‘আশিকি’র অফার। জেনে অবাক হবেন যে, লস এঞ্জেলেসে গিয়েও মডেলিং করেছিলেন তিনি। পেছনে ফেলেছিলেন তাবড় তাবড় মডেলদের। এমনকি সেই সময়কার সেরা নায়িকা ‘রেখা’কে অবধি পেছনে ফেলেছিলেন ‘আশিকি গার্ল’ অনু।
তবে এই লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায় মন টিকছিলনা তার। হঠাৎ করেই সবটা ছেড়েছুড়ে পাড়ি দেন বিহারে। শুরু করেন যোগাভ্যাস। একটা সময় ঠিক করেন সবকিছু ছেড়ে সন্ন্যাস নেবেন তিনি। তবে ভগবানের ইচ্ছে বোধহয় অন্যকিছু ছিল। এক ঝড়জলের রাতে বদলে গেল সবকিছু। মর্মান্তিক এক দূর্ঘটনায় অনিশ্চিত হয়ে গেল অনুর গোটা জীবন। ডাক্তাররা তো সব আশাই ছেড়ে দিয়েছিলেন।
তবে সবাইকে চমকে দিয়ে টানা ২৯ দিন কোমায় থাকার পর জেগে ওঠেন নায়িকা। ভাবছেন, এই বুঝি সমস্যার সমাধান হল! ভাবছেন, যাক অবশেষে শেষ হল মেয়েটার লড়াই। তবে বলি, শেষ তো নয়ই, উল্টে আসল লড়াই তো শুরু হয় এরপর। কোমা থেকে ফিরলেন বটে তবে হারিয়ে ফেললেন নিজেকেই। রূপ যৌবনের সাথে হারিয়ে ফেললেন সমস্ত স্মৃতিও। তিনি যে একজন বলিউড তারকা সেটাই ভুলে গেলেন অনু। ভাবুন তো, একটা মানুষ যে কি না নিজেকেই চিনতে পারছেন না, সেই যন্ত্রণা। সেই কষ্ট বোধহয় আমরা হাজার শব্দেও বোঝাতে পারবনা। তবে বলার মত বিষয় এটাই যে, এখানেই নিজেকে আটকে রাখেননি অনু।
কেবলমাত্র মনের জোর আর যোগাকে আধার করে অনু শুরু করলেন নতুন জীবন। শুরু করলেন যোগা ক্লাস। নিয়ম করে যেতেন বস্তিতে। যোগা শেখাতেন শিশুদের। শুরু হল আরেকটা জীবন। অভিনেত্রী হয়ে হয়ত নয়, তবে দীর্ঘ লড়াইয়ের পর একবার ফের জীবনের মূল স্রোতে ফিরে এলেন অনু। আর এখন তো মায়ানগরীতে তার নিজের বিরাট বড় যোগাভ্যাস কেন্দ্র রয়েছে।
নাহ্, কোনও সহানুভূতি নয়, কোনও সুগার ড্যাডির ছায়া নয়। কেবল নিজের অদম্য জেদের কারণেই আজ নিজের সাম্রাজ্যের রানী তিনি। এক হার না মানা লড়াইয়ের গল্প তিনি। তিনি ‘অনু আগরওয়াল’। যাকে দেখে বাঁচার আশা জোগাই আমরাও।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম