।। প্রথম কলকাতা ।।
ট্যুইটার ব্লু চেক (Twitter Blue Check) নিয়ে বড় ঘোষণা করলেন মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মের নতুন মালিক এলন মাস্ক (Elon Musk)। কিছুদিন আগে তিনি জানিয়েছিলেন ব্লু টিক বা চেক মার্কের জন্য ৮ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৬৫০ টাকা) খরচ করতে হবে ইউজারদের। তবে এই পরিকল্পনা কিছুদিনের জন্য স্থগিত রাখা হয়। এদিন ট্যুইট করে মাস্ক জানান, এই বিলম্বের জন্য দুঃখিত। আগামী শুক্রবার অর্থাৎ ডিসেম্বর ২ তারিখে পূর্বপরিকল্পনা অনুযায়ী এই ব্লু সাবস্ক্রিপশন মডেল (Twitter Blue Premium Subscription) চালু হবে।
তবে এই ব্লু টিকের সাথে আরও দুটি নতুন চেক মার্ক যোগ করেছেন তিনি। গোল্ড ও গ্রে চেক। নির্দিষ্ট কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান এই গোল্ড ও গ্রে চেকের জন্য নির্বাচিত হবেন।
ট্যুইটারে গোল্ড ও গ্রে চেক কারা পাবেন?
এলন মাস্ক বলেন, গোল্ড চেক পাবেন বিভিন্ন কোম্পানি। গ্রে চেক পাবে সরকারি প্রতিষ্ঠান। আর ব্লু চেক থাকবে সাধারণ ইউজারদের জন্য (এই তালিকায় সেলিব্রিটিরাও থাকতে পারে)।
কীভাবে এই নতুন চেকমার্কগুলি বাস্তবায়ন করা হবে?
মাস্কের ট্যুইট অনুযায়ী, প্রত্যেকটি ভেরিফায়েড অ্যাকাউন্ট ম্যানুয়ালি অথেন্টিকেট করা হবে। তারপর ক্যাটাগরি অনুযায়ী বসবে উপরোক্ত চেক মার্কগুলি। এই বিষয়ে আগামী সপ্তাহে বিস্তারিত তথ্য জানানো হবে বলে ট্যুইট করেন এলন মাস্ক।
ট্যুইটারে ৮ ডলারের বিনিময়ে যে ব্লু চেক প্রিমিয়াম সাবস্ক্রিপশন মডেল লঞ্চ করা হয় তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে ইউজারদের মধ্যে। তারপরই এটির লঞ্চ স্থগিত রাখা হয়। বলা হয়, ২৯ নভেম্বর এটি রি-লঞ্চ করা হবে। তবে এখন শোনা যাচ্ছে, ডিসেম্বর ২ তারিখেই এটি অফিসিয়ালি লঞ্চ করবেন এলন মাস্ক।
এই চেক কি ভারতে উপলব্ধ হবে?
ভারতে এটি চালু হবে কিনা তা জানা যায়নি। কিছুদিন আগে এলন মাস্ক জানান, ভারতে ট্যুইটার খুব ধীর গতিতে চলে। এমনকি নতুন আইফোনেও। এই মন্তব্যের পর মিশ্র প্রতিক্রিয়া শোনা যায় ইউজারদের মধ্যে। তবে মাস্কের এই ভিন্ন চেক মার্কের পরিকল্পনা যদি সফল হয় তাহলে সেটি খুব শীঘ্রই ভারতে চালু হতে পারে বলে আশা করা যাচ্ছে।