।। প্রথম কলকাতা ।।
এলন মাস্ক (Elon Musk) এবং ট্যুইটার (Twitter) যেন একই কয়েনের দুই পিঠ হয়ে উঠেছে। মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্ম কেনার পর সমালোচনা তাঁকে যেন ছাড়তে চাইছে না। ট্যুইটারের মালিক হওয়ার পর তিনি জানিয়েছে, প্ল্যাটফর্মে ব্লু টিক পাওয়ার জন্য নির্দিষ্ট অর্থ দিতে হবে ইউজারদের। যা ধার্য করা হয়েছিল ৮ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৬৫০ টাকা)। কিন্তু এই পরিকল্পনা যে সফলভাবে বাস্তবায়িত করতে পারছেন না তিনি।
সংবাদ মাধ্যম দ্য ভার্জ জানাচ্ছে, ট্যুইটার ব্লু টিক বর্তমানে স্থগিত। পূর্বপরিকল্পিত তারিখ অনুযায়ী এটি লঞ্চ হবে না। পরবর্তী কোন তারিখে হবে তাও জানা যায়নি। তাছাড়া ভারতে এটি লঞ্চ হবে না বলে মনে করছেন অনেকে। আগামীদিনে এই বিষয়ে আরও অনেক তথ্য খোলসা হবে। কিন্তু উল্লেখ্য বিষয় হল, এই পিছিয়ে যাওয়ার জন্য অ্যাপেলকে (Apple) কাঠগড়ায় তুলেছেন এলন মাস্ক।
আরও পড়ুন : অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলুন ট্যুইটার, এলন মাস্ক-কে ধমক অ্যাপেলের
অ্যাপেলের উপর ক্ষুব্ধ এলন
মূলত অ্যাপেল তাদের অ্যাপ স্টোরে যে ৩০ শতাংশ কমিশন চার্জ করে ডেভলপারদের থেকে সেই বিষয়ে অত্যন্ত নারাজ এলন মাস্ক। এ ছাড়াও অ্যাপেল ট্যুইটারে বিজ্ঞাপন বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছেন তা নিয়েই মূল প্রতিবাদ তাঁর। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে তাদের প্রতিবেদনে এক পরিসংখ্যানের কথা জানিয়েছে। যা বলছে, নভেম্বর ১০ থেকে ১৬ তারিখের মধ্যে ট্যুইটারে বিজ্ঞাপনের জন্য ১,৩১,৬০০ ডলার ব্যয় করেছে অ্যাপেল। যেখানে অক্টোবর ১৬ থেকে ২২ তারিখের মধ্যে ব্যয় করেছিল ২,২০,৮০০ ডলার। অর্থাৎ ৮৯,২০০ ডলার কম।
এলন মাস্কের মতে অ্যাপেলের এ হেন পদক্ষেপের ফলে ট্যুইটারের সামগ্রিক ব্যবসায় বড় প্রভাব পড়েছে। ট্যুইটারে এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন মাস্ক। একটি পোল করে তাঁর অনুরাগীদের প্রতিক্রিয়াও জানতে চেয়েছেন। সবমিলিয়ে আগামী কয়েক দিনে পেইড ট্যুইটার ব্লু টিক যে চালু হচ্ছে তা কার্যত স্পষ্ট।