।। প্রথম কলকাতা ।।
সান ফ্রান্সিস্কোতে অবস্থিত বিশ্বের জনপ্রিয় মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম ট্যুইটারের (Twitter) সদর দপ্তর। যার সর্বেসর্বা ধনকুবের এলন মাস্ক (Elon Musk)। সম্প্রতি তার এবং তার সংস্থার বিরুদ্ধে ভাড়া না চোকানোর এক গুরুতর অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, বিগত কয়েক মাস ধরেই অফিসের ভাড়া দেয়নি ট্যুইটার।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, বকেয়া ভাড়া বাড়তে বাড়তে পৌঁছে গিয়েছে কয়েক কোটিতে। ভারতীয় মুদ্রায় প্রায় ১.১২ কোটি টাকার (১৩৬,২৬০ ডলার) ভাড়া বকেয়া ট্যুইটারের উপর। এই পরিমাণ ভাড়া বকেয়া থাকায় সোশ্যাল মিডিয়া সংস্থাটির বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করেছে অফিসের ল্যান্ডলর্ড হার্টফোর্ট বিল্ডিং কলম্বিয়া রেইট – ৬৫০ ক্যালিফর্নিয়া এলএলসি।
আরও পড়ুন: Spam Call Alert: স্প্যাম কল নিয়ে সতর্ক করবে খোদ গুগল ভয়েস, চাই না কোনো অ্যাপ
এই বিল্ডিংয়ের ৩০ তলায় অফিস রয়েছে ট্যুইটারের। এক রিপোর্ট অনুযায়ী, ২০১৭ সালে আগামী ৭ বছরের জন্য এই অফিস লিজ নেয় ট্যুইটার। শুধু এই অফিস নয় একাধিক রিপোর্টে দাবি, বিশ্বের অন্যান্য প্রান্তে ছড়িয়ে থাকা অফিসগুলির ভাড়াও দেয়নি নাকি ট্যুইটার। সংশ্লিষ্ট মহলে গুঞ্জন, সংস্থার উপর বাড়তে থাকা ক্ষতির বোঝা সামলাতেই বিগত দিনগুলিতে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয় এলন মাস্ক এবং হয়তো সেই কারণেই ভাড়া চোকাতে ব্যর্থ ট্যুইটার। যুক্তরাষ্ট্রের সিয়াটেলের অফিসও বন্ধ করে দিয়েছে ট্যুইটার। এসব ছাড়াও আরো একাধিক কড়া নিয়ম চালু করেছেন এলন মাস্ক।
এক রিপোর্ট থেকে জানা গিয়েছে, বকেয়া ভাড়ার পাশাপাশি জেট চার্টার্ড ফ্লাইটের ভাড়াও মেটেনি ট্যুইটার। এই মর্মে মামলা দায়ের করেছে জেট সার্ভিসেস গ্রূপ এলএলসি। প্রায় ১.৬৩ কোটি টাকার ফ্লাইট ভাড়া বাকি ট্যুইটারের। গত মাসে নিউ হাম্পশায়ার ডিস্ট্রিক্ট কোর্টে এই মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন: নববর্ষে নতুন ইলেকট্রিক স্কুটি বাজারে আনছে আথার, পকেটসই দামে চমক থাকতে পারে রেঞ্জে
অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারের চুক্তি সম্পন্ন হতেই ব্যাপক পরিমানে কর্মী চাটাইয়ের সিদ্ধান্ত নেন তিনি। বন্ধ করে দেন ওয়ার্ক ফ্রম হোম পলিসি। ট্যুইটার ইউজারদের জন্য আনেন প্রিমিয়াম ব্লু সাবস্ক্রিপশন। যেখানে নির্দিষ্ট অর্থের বিনিময়ে ব্লু টিক মার্ক কিনতে পারবেন ইউজাররা। গত কয়েক মাসে মোট কর্মসম্পদের প্রায় অর্ধেক ছাঁটাই করে ফেলেছে ট্যুইটার। সেপ্টেম্বর মাস অবধি ট্যুইটারে প্রায় ৭৫০০ জন কর্মচারী কাজ করছিলেন। যা আজ ২৭০০-তে এসে দাঁড়িয়েছে।
এমনকি সাফাই কর্মীদেরও ছাঁটাই করেছে ট্যুইটার। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পর্যাপ্ত সাফাই কর্মী না থাকায় অফিসটি নোংরা বাথরুম, অবশিষ্ট খাবারের গন্ধে বিশৃঙ্খল অবস্থায় রয়েছে।