।। প্রথম কলকাতা ।।
Dark Elbows: নিয়মিত মুখের যত্ন নেওয়া হলেও হাত পায়ের ক্ষেত্রে কম বেশি আমরা সবাই উদাসীন। আর এই উদাসীনতার জন্যই কালো ছাপ পড়ে কুনই হাটুতে। এটি সব ধরনের ত্বকে হতে পারে। কনুই, হাঁটুর কালো দাগ কমানোর সহজ উপায় জানা না থাকায় বিভিন্ন কারণে এ সমস্যা দেখা দিতে পারে। এই কালো দাগ ক্ষতি না করলেও এটি দেখতে খারাপ লাগে। জেনে নিন ঘরোয়া পদ্ধতিতে কী ভাবে দূর করবেন কনুই ও হাঁটুর কালো ছোপ।
পাতিলেবুতে আছে একরকম অ্যাসিড। যা ব্লিচ করার ক্ষেত্রে দারুণ কার্যকরী। যে কোনও দাগ দূর করতে লেবু ব্যবহার করা হয়। কালো হয়ে যাওয়া অংশে লেবুর রস লাগান। ১০ মিনিট রেখে দিন। এবার, হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। অন্তত, ২ সপ্তাহ ধরে এভাবে লেবুর রস ব্যবহার করলে ফল পাবেন হাতেনাতে।
দই স্বাস্থ্যের পক্ষে ভালো। কিন্তু, ত্বকের দাগছোপ দূর করতেও টক দই ব্যবহার করা হয়। টক দইয়ে ভালো করে মিশিয়ে নিন এক চামচ ভিনিগার ও এক চামচ ময়দা। এবার, কালো অংশের ওপর লাগান। ১৫ মিনিট রেখে গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত করলে তফাত বুঝতে পারবেন।
দুধে বেকিং সোডা মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। পেস্টটি লাগিয়ে নিন কনুই ও হাঁটুতে। পাঁচ মিনিট পরে ধুয়ে ফেলুন। এভাবে, ২ মাস ধরে সপ্তাহে একবার পেস্টটি ব্যবহার করলেই দূর হবে আপনার ত্বকের কালো দাগ।
অ্যালোভেরা ত্বক নরম করে। একটি অ্যালোভেরার পাতা ভেঙে নিন। ভিতরের জেল জাতীয় পদার্থটি কনুই ও হাঁটুতে লাগিয়ে ২০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন ব্যবহার করতে পারেন।
নারকেল তেলের সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়ে নিলে ফল আরও ভালো হবে। কনুই ও হাঁটুতে তেল লাগিয়ে ম্যাসাজ করে নিন। হালকা গরম জলে স্নান করুন। সাবান ব্যবহার করবেন না। গামছা বা তোয়ালে দিয়ে মুছে তেল তুলে ফেলুন।
অলিভ অয়েল ও চিনি মিশিয়ে নিন। স্ক্রাবার হিসেবে খুব ভালো কাজ দেয় এই মিশ্রণটি। ত্বকের মরা কোষ দূর করতে এবং ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে দারুণ কাজ দেয় এটি। ত্বক নরম করতেও সাহায্য করে অলিভ অয়েল।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম