।। প্রথম কলকাতা ।।
Sidharth Malhotra: সাম্প্রতিককালে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা জারি রয়েছে নেটমাধ্যমে। তাঁর বিয়ের সমস্ত খুঁটিনাটি জানতে মুখিয়ে রয়েছেন সবাই। এরই মাঝে সকলের সঙ্গে মজনুর পোস্টার শেয়ার করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্র। নতুন বছরের প্রথম মাসের ২০ তারিখ থেকে নেটফ্লিক্সে দেখা যাবে সিদ্ধার্থ অভিনীত ‘মিশন মজনু’। এদিন ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে এনে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন অভিনেতা।
শান্তনু বাগচী পরিচালিত এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রশ্মিকা মন্দানা, কুমুদ মিশ্র, পরমিত শেঠি, শারিব হাশমি, মীর সারওয়ার এবং জাকির হুসেন। মঙ্গলবার দিন মজনুর প্রথম পোস্টার প্রকাশ্যে এনে শোরগোল ফেলে দিয়েছেন সিদ্ধার্থ। সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত এই ছবি বলবে এক গুরুত্বপূর্ণ মিশনের গল্প। পোস্টারে একটি বাদামি পাঠানি স্যুটে দেখা গিয়েছে অভিনেতাকে। স্যুটের উপর পরেছেন জ্যাকেট, হাতে রয়েছে একটি বন্দুক। সেইসঙ্গে তার কালো চোখ এবং গলায় তাবিজ আপনাকে কিং খানের ‘রইস’-এর কথা মনে করাবে। পোস্টের ক্যাপশনে সিদ্ধার্থ লেখেন, ‘এক জানবাজ এজেন্ট কি আনসুনি কাহানি’। ছবির পোস্টারটা দেখে বোঝাই যাচ্ছে যে, এটি একটি অ্যাকশন প্যাকড মুভি হতে চলেছে।
প্রথমবার গুপ্তচরের ভূমিকায় কাজ করতে পেরে উচ্ছ্বসিত অভিনেতা। জানিয়েছেন, ১৯৭০-এর দশকে ভারত এবং তাঁর প্রতিবেশী দেশের মধ্যে যে ধরনের কর্মকাণ্ড হয়েছে, তা এই মিশন কভার করবে। এর আগে অভিনেতা জানিয়েছেন, কীভাবে এই চরিত্রটি কে তৈরি করতে তিনি খেটেছেন। প্রযোজক রনি বলেন, ‘মিশন মজনু হল ভারতের ক্রমবর্ধমান পরাক্রমের গল্প। এটি নেটফ্লিক্সের দর্শকদের বেশ ভালোই লাগবে বইকি। মূলত গল্পটিকে জীবন্ত করতে মুখ্য ভূমিকা গ্রহণ করেছে সিদ্ধার্থ আর রশ্মিকা। শেরশাহের মতো খানিকটা একই ঘরানার ছবি এটি। এদিন পোস্টার দেখে সকলেই অভিনেতাকে বেস্ট উইসেস জানিয়েছেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম