।। প্রথম কলকাতা ।।
Tejashwi Yadav: লালুপ্রসাদ যাদবের পুত্র তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে ফের তলব করল ইডি। ইডির দফতরে আগামী ৫ জানুয়ারি হাজির হওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে। শুধু তাই নয় এই মামলায় আগামী ২৭ ডিসেম্বর বয়ান রেকর্ড করার জন্য লালুপ্রসাদকেও হাজিরা দিতে বলা হয়েছে ইডি দফতরে। এই মামলায় এর আগেই বাবা ও ছেলেকে জেরা করেছে সিবিআই। সিবিআইয়ের দায়ের করা মামলায় বেআইনি পথে অর্থ লেনদেনের অভিযোগের তদন্ত করছে ইডি। বর্তমানে লালুপ্রসাদ যাদব পশু খাদ্য কেলেঙ্কারির মামলায় জামিনে মুক্ত। তাঁর জামিন খারিজ করে ফের জেলে পাঠাতে তৎপর সিবিআই! দিল্লি হাইকোর্টে মামলা করেছে তারা। এরই মাঝে ফের বিপাকে আরজেডি সুপ্রিমো ও তাঁর ছেলে।
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে যেটা খবর মিলেছে, ২০০৪ সাল থেকে ২০০৯ সাল অবধি, যে সময়ে লালু প্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন সেই সময় রেলে চাকরির বদলে কম মূল্য়ে বা বিনামূল্যেই জমি দেওয়া হয়েছিল। সিবিআই অভিযোগ জানিয়ে বলেছিল, ভারতীয় রেলওয়ের নিয়োগের নিয়ম না মেনেই নিয়োগ করা হয়েছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চার্জশিটে দাবি করা হয়েছে, জমির বিনিময়ে চাকরির দুর্নীতিতে সরাসরি যুক্ত ছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব ও তাঁর পরিবারের সদস্যরা। এই জমিগুলি কিনে নেওয়া হয়েছিল জমির বাজারদর থেকে প্রায় এক পঞ্চমাংশ কম দামে।
রাজ্যের নাম বিহার। চাকরি বিক্রির অভিযোগ উঠেছে এখানেও। তবে, টাকার বিনিময়ে নয় নেওয়া হয়েছে জমি! এমনই অভিনব নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লালুপ্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবীর বাড়িতে হানাও দিয়েছিল সিবিআই। সেই মুহূর্তে সিবিআই দাবি করেছিল এই দুর্নীতির মূল হোতা ছিলেন লালু পত্নী রাবড়ি দেবী এবং মেয়ে মিসা ভারতী।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম