।। প্রথম কলকাতা ।।
East West Metro: ২০২৩ সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলা (Kolkata International Book Fair 2023) শুরু হয়ে গিয়েছে। এই বছরে মেলা চলছে সল্টলেকের সেন্ট্রাল পার্ক মাঠে। ২০২২ সালে ইস্ট ওয়েস্ট মেট্রো (East West Metro) চালু হওয়ার পর এই প্রথমবার কলকাতা বইমেলা শুরু হয়েছে। তাই বই প্রেমীরা বইমেলা প্রাঙ্গণে পৌঁছে যাওয়ার জন্য মেট্রো পরিষেবার ওপরেই বেশি ভরসা রাখবেন। এমনটাই আশা করছেন প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে মেট্রো কর্তৃপক্ষরাও। তাই বুধবার আবারও বিধান নগর পুলিশ এবং মেট্রো কর্তৃপক্ষ একটি বৈঠকে বসেন।
সূত্রের খবর অনুযায়ী, বুধবারের বৈঠকে আলোচনা করা হয় বইমেলায় আগত প্রত্যেকটি মানুষের নিরাপত্তার বিষয়টিকে কেন্দ্র করে । আসলে কলকাতা বইমেলায় শুধুমাত্র কলকাতা কিংবা তার আশেপাশের এলাকার মানুষ নন, অন্যান্য জেলা থেকেও বহু মানুষ আসেন। তাঁরা ট্রেন ধরে শিয়ালদায় নামার পর মেট্রো চড়ে খুব সহজে মেলায় এসে পৌঁছাতে পারবেন। তার উপরে এই সপ্তাহের শেষের দিক অর্থাৎ শনিবার এবং রবিবারে বইমেলায় যে চিঁড়ে চ্যাপ্টা ভিড় (Crowd) হতে চলেছে সে বিষয়ে এক প্রকার নিশ্চিত মেলা আয়োজকরা।
তাই বিধান নগর পুলিশ কমিশনার গৌরব শর্মা জানান, বইমেলায় আগত প্রত্যেক বইপ্রেমীর নিরাপত্তা সুনিশ্চিত করবে পুলিশ প্রশাসন। মেলা চত্বরে প্রত্যেক জায়গায় নজরদারি চালানোর জন্য সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। যারা কিছুটা দূর থেকে বইমেলায় আসেন তাঁরা দিনে দিনেই মেলা ঘুরে নিতে চান। কাজেই সন্ধ্যার পর ফেরার তাড়া শুরু হয়ে যায় তাদের। সে ক্ষেত্রে সন্ধ্যার পরে মেট্রোতে মারাত্মক ভিড় হতে পারে শনিবার এবং রবিবার (Weekends)। কাজেই মেট্রো কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে সব টিকিট কাউন্টার খুলে রাখা হয় এবং প্রয়োজনমতো স্মার্ট কার্ড ও টোকেন আগে থেকেই ব্যবস্থা করে রাখা হয়।
শুধুমাত্র এই বইমেলার উদ্দেশ্যে বর্তমানে ১০৬ টি ট্রেনের বদলে ১২০ টি ট্রেন চালানো হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রো রুটে। এই লাইনে ট্রেনগুলি রাত ৯.১৫ মিনিট পর্যন্ত চলছে। ১২ মিনিট অন্তর অন্তর ট্রেন চালানো হচ্ছে কিন্তু রবিবার অর্থাৎ ছুটির দিনে দুপুরের পর থেকেই ১৫ মিনিট অন্তর অন্তর ট্রেন চলবে। ওইদিন প্রায় ৮০ টি ট্রেন চলবে দুপুরের পর থেকে, এমনটাই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। আপাতত যাত্রীসংখ্যা বাড়তে পারে সেই আশঙ্কায় ট্রেন বাড়ানো হয়েছে। পরবর্তীতে যদি সেই ট্রেনেও যাত্রীর ভিড় সামাল না দেওয়া যায় তাহলে আরও ট্রেন বাড়ানো হবে বলেই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো পরিষেবার বিষয়টি ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ দেখলেও করুণাময়ী মেট্রো স্টেশন কিংবা অন্যান্য জায়গাগুলি যেখান থেকে স্টেশনে প্রবেশ করা যাবে, সেখানে যাতে কোনো রকম অস্বাভাবিক ভিড় সৃষ্টি না হয়, সেই দায়িত্ব বিধান নগর পুলিশের (Bidhan Nagar Police)।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম