।। প্রথম কলকাতা ।।
Kargil Ladakh Earthquake: আজ বিকেলে ভূমিকম্পে কেঁপে উঠল কার্গিল, লাদাখ সহ কাশ্মীরের বিভিন্ন জায়গা। বিকাল ৩ টা ৪৮ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে অঞ্চল। ভূমিকম্প অনুভূত হয়েছে জম্মু, শ্রীনগর, পুঞ্চ, কিশতওয়ার-সহ এই অঞ্চলের বেশ কিছু জায়গায়। ন্যাশনাল সিসমোলজি সেন্টার জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পে উৎসস্থল ছিল। এ কারণে এখন পর্যন্ত প্রানহানির খবর পাওয়া যায়নি। পাশাপাশি কোনও ক্ষয়ক্ষতিরও খবর মেলেনি।
ভূমিকম্পের উৎসস্থল কোথায় ছিল ?
উৎসস্থল ছিল পূর্ব ও উত্তর- ১৭১ কিমি দূরে জম্মু ও কাশ্মীরের কাতরা, ১৯১ কিমি পূর্ব ও দক্ষিণ-পূর্বে জম্মু ও কাশ্মীরের শ্রীনগর, ২০৩ কিমি উত্তরে হিমাচল প্রদেশের মাণ্ডি এবং ২২১ কিমি পূর্বে জম্মু ও কাশ্মীরের রাজৌরি অবস্থিত।
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে, ভারত ও এশিয়ান প্লেটের সংযোগ স্থলে লাদাখ অঞ্চলের ফল্ট লাইনে প্রযুক্তিগত ভাবে সক্রিয়তা দেখা দিয়েছে। যে কারণে ঘন ঘন কম্পন হচ্ছে। গত মাসে ভূমিকম্পে কেঁপে ওঠে লাদাখ। রিখটার স্কেলে যার কম্পনের মাত্রা ছিল ৪.৪। ১৪ নভেম্বর দুপুর ১.০৮ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় কার্গিলে। কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে।
“Earthquake of Magnitude:5.5, Occurred on 18-12-2023, 15:48:53 IST, Lat: 33.41 & Long: 76.70, Depth: 10 Km ,Region:Kargil Ladakh,India,” posts @NCS_Earthquake. pic.twitter.com/1EaR0u6KGf
— Press Trust of India (@PTI_News) December 18, 2023
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম