।। প্রথম কলকাতা ।।
Peshawar Mosque Attack: শান্তিপূর্ণভাবে মসজিদের মধ্যে সবাই নামাজ পড়ছিলেন। হঠাৎ করেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। যার কারণে বহু প্রশ্নের মুখে এখন পাকিস্তান। পেশোয়ারে (Peshawar) রীতিমত রক্তগঙ্গা বয়ে গিয়েছে। পেশোয়ারের (Peshawar) মসজিদে (Mosque) হামলায় মৃতের সংখ্যা প্রায় ১০০ এর কাছে। ঘটনাটি কাবুলের কাছেই। কাবুল থেকে পেশোয়ারের দূরত্ব প্রায় ১৮০ মাইল। পেশোয়ার মসজিদে হামলার পর এক পাক মন্ত্রীর গলায় শোনা গেল অন্য সুর। যিনি জানালেন, ভারতের নামাজের সময় এইরকম হত্যাকাণ্ড হয়নি।
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ (Pakistan’s Defence Ministers khwaja Asif) ভারতে প্রার্থনার সময় এমন হত্যাকাণ্ড হয়নি বলে জানিয়েছেন। পেশোয়ারের এই মসজিদের ভিতরে মারাত্মক আত্মঘাতী বোমা হামলার কারণে প্রায় ১০০ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অনেকে। খাজা আসিফ তার একটি বিবৃতিতে বলেছেন, ভারত বা ইজরায়েলেও নামাজের সময় এইভাবে মানুষকে হত্যা করা হয়নি, তবে এটা পাকিস্তানে ঘটেছে। ঘটনাটি ঘটে সোমবার দুপুর একটার দিকে। মঙ্গলবার পাকিস্তানের পেশোয়ারের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী (Arindam Bagchi) পাকিস্তানে সোমবারের হামলায় নিহত পরিবারদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। টুইট করে অরিন্দম বাগচী জানিয়েছেন, ভারত গতকাল পেশোয়ারে সন্ত্রাসী হামলার নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই যা এত লোকের প্রাণ নিয়েছে।
এই মসজিদটি ছিল অত্যন্ত সুরক্ষিত একটি জোনে। সেখানে হামলাকারী কিভাবে ভিতরে প্রবেশ করল তা নিয়ে জোরকদমে তদন্ত চলছে। যদি সাম্প্রতিক বছরগুলোর দিকে তাকানো যায় তাহলে পাকিস্তান বেশ বড় ধরনের হামলার মুখোমুখি হয়েছে। পাকিস্তানি তালিবানের একজন কমান্ডার প্রথমে এই হামলার দায়িত্ব স্বীকার করেছিলেন কিন্তু পরবর্তীকালে এই জঙ্গি গ্রুপ সেই দাবি অস্বীকার করে। এমনি থেকেই পাকিস্তানের অভ্যন্তরীণ অবস্থা এখন বেশ সংকটে। অর্থনৈতিক দিক থেকে দেশটি বিধ্বস্ত। পাশাপাশি রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি। হামলার একদিন পর অর্থাৎ মঙ্গলবারও মসজিদের ভিতরে উদ্ধার কাজ চলেছিল। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বহু মানুষ। উদ্ধারকারীরা তাদের সেখান থেকে টেনে বার করে আনার চেষ্টা করেন। মঙ্গলবার নয় জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, এই দিনটি একদিনের জাতীয় শোক হিসেবে ঘোষণা করেছেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম