।। প্রথম কলকাতা ।।
‘সব খেলার সেরা বাঙালীর তুমি ফুটবল’। ফুটবল নিয়ে বাঙালীর আবেগের অন্ত নেই। ফুটবল বিশ্বকাপ এলেই বাঙালীর হৃদয়ে এক অনাবিল আবেগ জেগে ওঠে। নিজের দেশ বিশ্বকাপের মঞ্চে পৌঁছতে না পারলেও মেসি-রোনাল্ডোদের নিয়ে বাঁধ ভাঙা উচ্ছাস উপচে পড়ে। বিশ্বকাপ জ্বরে কাবু গোটা বিশ্ব। সেই তালিকায় বাদ নেই পশ্চিমবঙ্গও। অলিগলি থেকে রাজপথ ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে উন্মাদনার পারদ চড়াচ্ছেন সমর্থকরা।
বিশ্বকাপ জ্বরে গা ভাসিয়েছে রাজ্যের মিষ্টির দোকানগুলিও।বিশ্বকাপের আগে থেকেই বিভিন্ন মিষ্টির দোকানগুলিতে তৈরি হচ্ছে ক্ষীরের তৈরি রোনাল্ডো-মেসিদের মূর্তি। কোথাও আবার বিশ্বকাপের সোনালী ট্রফি। সমর্থকদের চাহিদা পূরণ করতে নিত্যনতুন মিষ্টি নিয়ে হাজির হচ্ছে প্রসিদ্ধ মিষ্টির দোকানগুলি। এবার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির পূর্ণ অবয়ব মূর্তি বানিয়ে তাক লাগালো দুর্গাপুরের মামরা বাজারের প্রসিদ্ধ একটি মিষ্টির দোকান। ক্ষীরের তৈরি মেসির এই মূর্তি নজর কেড়েছে ক্রেতাদের।ক্রেতাদের চাহিদা পূরণে অন্যান্য দেশের খেলোয়াড়দেরও মিষ্টি তৈরি করবেন বলে জানিয়েছেন দোকানের কর্ণধার।
জমে উঠেছে চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বের জমজমাট লড়াই। ইতিমধ্যেই শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্রান্স, ব্রাজিল ও পর্তুগাল। বাকি ১৩ জায়গার জন্য লড়াইয়ে রয়েছে ২৭ দল। সেই তালিকায় রয়েছে মেসির আর্জেন্টিনাও। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে অপ্রত্যাশিত হারের পর মেসির হাত ধরে ঘুরে দাঁড়িয়েছে আলবিসেলেস্তেরা। দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে দুরন্ত কামব্যাক করে নক আউটের আশা বাঁচিয়ে রেখেছে তারা। শেষ বিশ্বকাপে মঞ্চ মাতাচ্ছেন লিওনেল মেসি। মেসি ভক্তদের একটাই প্রার্থনা ফুটবলের বরপুত্রের হাতের স্পর্শ পাক সোনালী ট্রফি।