।। প্রথম কলকাতা ।।
Children’s Day: এ যেন স্বপ্ন সত্যি হওয়ার গল্প। প্লেনে উঠতে আকাশে ভাসতে আমরা অনেকেই চাই, বিশেষত শিশুরা। দক্ষিণ ২৪ পরগনার গোবিন্দপুরের আনন্দঘর নামক অনাথ আশ্রমের শিশুরা প্লেন উড়ে যেতে দেখে প্রশ্ন করত, তারা কি কোনও দিন প্লেনে উঠতে পারবে? এই শিশু দিবসে (Children’s Day) ইচ্ছে পূরণ হল তাদের।
বাচ্চাদের কথাগুলো শুনতে পেয়েই আনন্দঘরের প্রতিষ্ঠাতা ও পরিচালক কল্লোল ঘোষের জেদ চেপে গিয়েছিল যে এই বাচ্চাগুলোর স্বপ্ন সত্যি করবেনই। উল্লেখ্য এরা সকলেই HIV পজিটিভ শিশু। শিশু দিবসের দিনজ বিমানে চাপার স্বপ্ন সত্যি হল তাদের। স্বেচ্ছাসেবী সংগঠন অফার-এর আয়োজনে ওই শিশুদের আকাশ ছোঁয়ার স্বপ্নপূরণ হল।
এদিন কলকাতা থেকে ভুবনেশ্বরের এই বিমানে বাচ্চাদের সহযাত্রী ছিলেন সহযাত্রী কলকাতার বিশিষ্টরা। ছিলেন কলকাতা পুরসভার দুই কাউন্সিলর অয়ন চক্রবর্তী ও মৌসুমী দাস। সংগীতশিল্পী সিধু-পটা, প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়, ফুটবলার আলভিটো, মেহতাব হোসেনদের দেখা গেল বাচ্চাদের সাথে সেলফি তুলতে।
যাত্রা শুরুর সময়ে বাচ্চাদের হাতে দমদম বিমানবন্দরে বিধাননগর পুলিশের তরফে উপহার তুলে দিলেন ডেপুটি কমিশনার। পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের প্রধান উপদেষ্টা অনন্যা চক্রবর্তী পতাকা নেড়ে বিমানে ওঠার সংকেত দেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম