।। প্রথম কলকাতা ।।
Easy Tricks: ধরুন আপনার কাছে চাবি (Key) আছে অথচ তালা নেই। আবার তালা (Lock) আছে, কিন্তু চাবি নেই। তালা আর চাবি, একে অপরের সম্পূরক। একটা ছাড়া আর একটা এক্কেবারে অচল। দিব্যি খোশ মেজাজে বাড়ির দরজায় তালা লাগিয়ে কোথাও বেড়াতে গেলেন। তারপর বাড়ি ফিরে দেখলেন কোথাও চাবি হারিয়ে ফেলেছেন। তখন আর ঝামেলার শেষ থাকে না। একে ওকে হাঁকডাক করে তালা ভাঙতে হয়। জানেন কি, এমন কিছু ট্রিকস রয়েছে যার মাধ্যমে চাবি হারিয়ে গেলেও কোন সমস্যা নেই। আপনি অনায়াসে চাবি ছাড়াই তালা খুলতে পারবেন। যদিও এই ট্রিকস তালার ধরণের উপর নির্ভর করে। চাবি ছাড়াই তালা খোলার ক্ষেত্রে প্রয়োজন সামান্য বারুদের গুঁড়ো। এই উপাদান দিয়েই কঠিন কাজ একদম সহজে করতে পারবেন। এই কৌশলটি শুধুমাত্র ছোট তালার ক্ষেত্রেই প্রযোজ্য।
পদ্ধতি
ছোট তালা চাবি ছাড়া খোলার জন্য প্রয়োজন শুধুমাত্র এক বাক্স দেশলাই। একটি দেশলাই বাক্সে বেশ অনেক গুলো কাঠি থাকে। তার মধ্যে একটি কাঠি বাদে সব কাঠির বারুদ গুলো আলাদা করে রেখে দেবেন। জড়ো করা বারুদ গুঁড়ো কাগজে করে তালার ফুটোর মধ্যে ঢেলে দেবেন। তারপর অবশিষ্ট বারুদ সমেত কাঠিটি সেই ফুটোর মধ্যে দিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন বারুদের অংশটি যেন বাইরের দিকে থাকে। সেই কাঠির মাথায় আগুন ধরিয়ে দিলেই সেই আগুন ধীরে ধীরে পৌঁছে যাবে তালার মধ্যে।
কাঠিতে আগুন দিয়ে একটু নিরাপদ দূরত্বে থাকার চেষ্টা করবেন। কারণ তালার ফুটোর মধ্যে দেওয়া গুঁড়ো বারুদে আগুন পৌঁছাতেই হালকা বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থাকে। বারুদের গুঁড়োতে আগুন লাগতেই ছোট্ট বিস্ফোরণে খুলে যাবে তালা। তবে এই কৌশলের ক্ষেত্রে বাচ্চাদের একদম দূরে রাখবেন এবং বড় তালার ক্ষেত্রে এই নিয়ম একেবারেই প্রযোজ্য নয়।
তালার চাবি হারিয়ে গেলে বেশ বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এমনি থেকেই চাবি অত্যন্ত ছোট একটি জিনিস। অনেকেই আছেন যারা মনের ভুলে কোথায় যে চাবি রেখে দেন তা খুঁজে পান না। চাবি হারিয়ে গেলেই মহা বিপদ। কারণ মানুষ গুরুত্বপূর্ণ আর মূল্যবান জিনিস সুরক্ষিত রাখতে তালা দিয়ে রাখেন। সেক্ষেত্রে ছোট তালার চাবি হারিয়ে গেলে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম