।। প্রথম কলকাতা ।।
How to wear saree: আমাদের অনেকেই প্রচুর সেফটিপিন যোগ করে শাড়ির স্টাইলটি খারাপ করে ফেলি। তাই এটি আপনার জেনে রাখার প্রয়োজন যে কটি সেফটিফিনের সাহায্যে আপনি শাড়ি পরা সম্পূর্ণ করতে পারেন।
শীতকাল মানেই বাঙালির বিয়ের মরসুম। একের পর এক শুভ দিনে আমাদের কাছে বন্ধুদের অনেকেই বিয়ে করছেন। নানান রকম অনুষ্ঠানও চলছে। এ সময় পছন্দের শাড়িতে যেতে পছন্দ করেন অনেকেই। অনেকেই নিয়মিত শাড়ি পরেন না, তাই কোনো বিশেষ অনুষ্ঠানে শাড়ি পরতে পারেন আপনি। কিন্তু একটি সঠিকভাবে শাড়ি পড়ার জন্য ঠিক কটা সেফটিপিন প্রয়োজন হয়?
শাড়ি পড়ার সময় প্রথম অংশটি কোমরে গুঁজে নিন । এই সময় তার ঝুলটা লক্ষ্য করুন। গোড়ালির নিচে যেন শাড়ির ঝুল না নামে।নাহলে শাড়ি পরার শেষে আবার সেফটিপিন(Safetipin) দিয়ে ম্যানেজ করতে হতে পারে। প্রয়োজনে জুতো পড়ে শাড়ি পড়া শুরু করুন। শাড়ির ঝুল হবে ঠিক গোড়ালি পর্যন্ত।
শাড়ির (Saree) কুচি করতে হবে এই সময় আপনার দুটো সেফটিপিন প্রয়োজন হবে। প্রথমে শাড়ির আঁচল ঠিক করে নিন। শাড়ির আচল রাখবেন হাঁটু পর্যন্ত। এবার কুচির দিকে নজর দিন। ডান দিক থেকে শুরু করে কুচি করে নিন। এবার প্রতিটি কুচি সমান করে একটি সেফটিপিন দিয়ে ফিক্স করুন।
আঁচল ঠিক করতে হবে শেষে। আচল আপনি ছেড়ে রাখতে পারেন প্লিট করতে পারেন। সেটা আপনার লুক অনুযায়ী সেট করুন। তবে আঁচলটি প্লিট করে কাঁধে সেট করার জন্যও যেমন সেফটিপিন দরকার, ছেড়ে রাখার সময় সেফটিপিন দিয়ে ফিক্স করা প্রয়োজন। কোমরের কাছে বা বুকের পাশে আরও একটি সেফটিপিন লাগিয়ে তাকে এক জায়গায় ঠিক করে রাখতে পারেন দেখতেও ভালো লাগে। অর্থাৎ সঠিকভাবে শাড়ি পড়তে হলে মাত্র চারটি সেফটিপিনের সাহায্যের প্রয়োজন পড়ে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম