।। প্রথম কলকাতা ।।
Business idea: নিজের পায়ে দাঁড়াতে হলে আপনাকে উদ্যোগী হতে হবে। আর উদ্যোগী হওয়ার জন্য ঠিক করতে হবে কি দিয়ে শুরু করবেন ব্যবসা (Business)। এর জন্য আপনার অল্প পুঁজিতে শুরু করা যায় এমন ব্যবসার খোঁজ নিতে হবে। আপনি সহজেই করতে পারেন সাউন্ড সিস্টেম ভাড়া দেওয়ার ব্যবসা। সাউন্ড সিস্টেম পরিচালনায় বাস্তব জ্ঞান এবং মিউজিক বিষয়ে আগ্রহ থাকলে ভালো হয়।
এই ব্যবসায় একবার বিনিয়োগ করলেই চলে। পরে যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ ছাড়া তেমন কোনো খরচ নেই। একটু বেশি দাম দিয়ে হলেও ভালো মানের যন্ত্রপাতি কিনলে যেমন টেকসই হবে, তেমনই ব্যবসার সুনাম বৃদ্ধি হবে। সাউন্ড সিস্টেম (Sound system) পরিচালনার জন্য লাগবে একজন সাউন্ড ইঞ্জিনিয়ার এবং একজন স্টেজম্যান।
একটি সিঙ্গেল পেয়ার সাউন্ড সিস্টেমের সাধারণত দুটো স্পিকার,দুটি মনিটর (Monitor),একটি স্পিকার পাওয়ার, একটি মনিটর পাওয়ার,কনসোল ভাইস প্রসেসর,ছয় থেকে আটটি মাইক্রোফোন পাওয়ার বোর্ড লাগবে। এক পেয়ার সাউন্ড সিস্টেম দিয়ে ব্যবসাটি শুরু করা যায়। তবে বড় আকারে শুরু করতে চাইলে তা বাড়াতে হবে।
ব্যবসায় সফলতার মূল মন্ত্র হল যোগাযোগ দক্ষতা। যার যোগাযোগ যত বেশি এ ব্যবসার সফল হওয়ার সম্ভাবনা তত বেশি। কাজ পেতে শুরুতেই পরিচিত মাধ্যম খুঁজে বের করতে হবে। বিভিন্ন রেস্টুরেন্ট (Restaurant), পার্টি সেন্টার,হোটেল যেখানে অনুষ্ঠান হয় তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন। ক্যাটারিং সার্ভিস ম্যানেজমেন্ট কোম্পানিগুলো আপনাকে কাজ পেতে সহায়তা করতে পারে।
শুরুতে বেশি লাভ না হলেও সময় ও পরিচিতির সঙ্গে সঙ্গে আয় বাড়বে। সাধারণত ছোট অনুষ্ঠানের জন্য প্রতিটি পেয়ারের ভাড়া তিন থেকে পাঁচ হাজার টাকা। পেয়ার সংখ্যা বাড়লে ভাড়াও বাড়বে সেভাবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম