।। প্রথম কলকাতা ।।
Friday Tips: হিন্দু ধর্মে শুক্রবার (Friday) অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে দান কাজের বিশেষ গুরুত্ব রয়েছে বলে মনে করা হয়। সামান্য কিছু উপায়ে শুক্রবার দেবী লক্ষ্মীকে (Laxmi) সহজে প্রসন্ন করা যায়। এই দিন যে ব্যক্তি দক্ষিণাবর্ত শঙ্খে জল ভরে ভগবান বিষ্ণুকি অভিষেক করেন তার জীবনের সমস্ত জটিল সমস্যার নিরসন ঘটে। অনেকে আবার লক্ষ্মীর আশীর্বাদ লাভের আশায় সন্ধ্যেবেলা দেবীর উদ্দেশ্যে পায়েসের ভোগ নিবেদন করেন। পুরাণ অনুযায়ী, সপ্তাহের প্রতিটি দিনে কোন না কোন দেবতার আরাধনা করা হয়। যেমন সোমবার শিবের, বৃহস্পতিবার লক্ষ্মী তেমনি শুক্রবার দেবী শক্তিরও আরাধনা করা হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি মহালক্ষ্মী, সন্তোষী, দুর্গা এবং অন্নপূর্ণার পুজো করতে পারেন।
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, শুক্রবার দান করলে সুখ ও সমৃদ্ধির পাশাপাশি শুক্র গ্রহও শক্তিশালী হয়। জ্যোতিষীরা বলেন, ছেলেদের কুণ্ডলীতে শুক্র গ্রহ শক্তিশালী হলে তাড়াতাড়ি বিয়ের শুভ যোগ থাকে। এছাড়াও মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়।
শুক্রবার কোন জিনিস দান করবেন?
- শুক্রবার বিবাহিত মহিলাদের চুড়ি, শাড়ি, সিঁদুর, কুমকুম ইত্যাদি জিনিস দান করুন। এতে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং জীবনের সব কষ্ট দূর হয়ে যায়।
- শুক্রবার গরিব-দুঃখীকে পুরনো বই বা জামা ইত্যাদি দান করলে দুর্ভাগ্য নেমে আসে। চেষ্টা করবেন নতুন কিছু দান করতে।
- এই দিনে লবণ দান করলে শুক্র গ্রহ সংক্রান্ত দোষ দূর হয়।
- শুক্রবার সিল্কের কাপড়, চাদর ইত্যাদি দান করলে বাড়িতে সুখের পরিবেশ বজায় থাকে। এছাড়াও বিবাহিত জীবনে মাধুর্য আসে।
- শুক্রবার বিধবাকে সাদা কাপড় দান করলে সৌভাগ্য ফিরে আসে।
- বাস্তু মতে ঘরে আবর্জনা রাখা উচিত নয়। সব সময় চেষ্টা করবেন ঘর পরিষ্কার রাখার। এতে মা লক্ষ্মীও প্রসন্ন হবেন।
- এই দিন পুজোর আগে ঠাকুর ঘর পরিষ্কার করবেন এবং গঙ্গাজল দিয়ে জায়গাটি পরিশুদ্ধ করে নেবেন। পুজোর পর প্রসাদ অবশ্যই শিশুদের মধ্যে বিতরণ করবেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম